|
‘মা বুঝতে পেরেছিলেন, হয়তো আমি আর বাঁচব না’ |
|
|
বিনোদন ডেস্ক বাবা-মায়ের দাম্পত্য কলহের প্রভাব পড়েছিল সন্তানের ওপর। পাঁচ বছর ধরে ভুগছেন অবসাদে। একান্ত ব্যক্তিগত এই তথ্য প্রকাশ্যে এনেছেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খানের মেয়ে ইরা খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরা খান বলেন, ‘একটা সময় ছিল, যখন ঘণ্টার পর ঘণ্টা ঘুমাতাম। মা বুঝতে পেরেছিলেন, হয়তো আমি আর বাঁচব না।’ ওই সময় তড়িঘড়ি করে বিদেশ থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আমির খান ও রীনা দত্তের দাম্পত্য ছিল ১৮ বছরের। ২০১৮ সালে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ওই সময় ইরার বয়স ছিল পাঁচ বছর। বাবা-মায়ের বিচ্ছেদের কারণেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন ইরা খান। তিনি জানান, প্রতি ৮ থেকে ১০ মাস অন্তর ভয়ংকরভাবে এই সমস্যা বেড়ে যায়। ইরা বলেন, ‘বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ ঘটায় আমার মন খারাপ হয়ে গিয়েছিল। আমি কাউকে কিছু বলিনি, যেহেতু তারা চিন্তিত হয়ে পড়বেন আমাকে নিয়ে। আমি খাওয়া-দাওয়া বন্ধ করেছিলাম।’ প্রসঙ্গত, সম্প্রতি একটি ফাউন্ডেশন গড়েছেন ইরা খান। তার ওই সংগঠনের মূল লক্ষ্য, যারা মানসিক সমস্যায় ভুগছেন, তাদের সাহায্য করা।
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক: মতিউর রহমান
, সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com
|
|
|
|