|
ফুটপাত ধান্ধায় হঠাৎ বাগড়ায় চলছে নয়া ধান্ধা-অফিসপাড়ার ১০ চাঁদাবাজ বহাল তবিয়্যতে |
|
|
|
|
|
কামরুজ্জামান মিল্টন ডিএমপি’র মতিঝিলের ফুটপাত ধান্ধায় হঠাৎ ঢাকা দক্ষিন সিটিকর্পোরেশন (ডিএসসিসি)’র বাগড়া (উচ্ছেদ অভিযান) দিতে শুরু করেছে। আর এতে লাইনম্যান নামধারী সব ছদ্মবেশী ধান্ধাবাজ,চাঁদাবাজরা নড়েচড়ে বসে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হকারদের একিভুত করে ফের সাবেক কায়দায় ফুটপাত দখল নিতে শুরু করেছে। তবে মতিঝিলের খোদ তবে অফিসপাড়ার লাইনম্যান নামধারী ছদ্মবেশী ১০ চাঁদাবাজ এখনো বহাল তবিয়্যতে রয়েছে। শুধু তাই তাই নয়, ডিএসসিসির উচ্ছেদ অভিযান সংশ্লিস্টদের ম্যানেজের খরচ বাবদ মোটা চাঁদাও তুলতে শুরু করেছে বলে সংশ্লিস্ট সুত্রে জানা গেছে। সূত্রে আরো জানা গেছে, সম্প্রতি ডিএমপি’র মতিঝিলের ফুটপাত ধান্ধায় শুরু হয়েছে ডিএসসিসি’র উচ্ছেদ তৎপরতা। এতে মতিঝিল বিভাগের মতিঝিল আইডিয়াল,ফকিরেরপুল পানির ট্যাঙ্কি,খিলগাঁও রেলগেটের ফুটপাতে রীতিমত বাগড়া পড়েছে। গত প্রায় দু সপ্তাহ ধরে ডিএসসিসির নজরকাড়া এ বাগড়ায় এসব ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদসহ দখলমুক্ত হয় । কিন্তু এর দু-চার দিনের মাথায় ওই ফুটপাতের লাইনম্যান নামধারী ছদ্মবেশী চাঁদাবাজরা ফের হকারদের বসিয়ে চাঁদার বাণিজ্য সচল করতে ফের ওই সব ফুটপাত দখলে নিয়েছে। ওই লাইনম্যান নামধারী চাঁদাবাজরা অভিযান সংশ্লিস্টদের ম্যানেজ করে ফেলার ফতোয়াা দিয়ে সাহস যোগাচ্ছে । অভিযানে লন্ডভন্ড হকারদের কাছ থেকে বাড়তি মোটা টাকা চাঁদা ধার্য করেও দিয়েছে। পরে দেখবেন. . . .
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক: মতিউর রহমান
, সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com
|
|
|
|