বিনোদন জগতের সংগীতাঙ্গনের সংগীতশিল্পী অরিজিৎ সিং বাংলা হোক কিংবা হিন্দি যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকে কোটি কোটি গানপ্রেমী মানুষ। বলিউডের সুরের জাদুকর আর গান গাইবেন না। সেই গান আর সিনেমায় শোনা যাবে না। এমন খবর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার ভক্ত-অনুরাগীদের।
সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে নিজের এই সাহসী সিদ্ধান্তের পেছনের কারণ খোলাসা করলেন গায়ক নিজেই। দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে গিয়ে একঘেয়েমি চলে আসছিল তার মধ্যে বলে জানিয়েছেন অরিজিৎ সিং।
পোস্টে এ সংগীতশিল্পী লিখেছেন—এমন সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই ভেবেছিলাম, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার সেই সাহসটা পেয়ে গেছি। আসলে একটা কাজ দীর্ঘদিন ধরে করলে আমার বড্ড একঘেয়েমি চলে আসে। যে কারণে আমার গানের অ্যারেঞ্জমেন্টেও নানা বদল করি। তাই এবার নতুন ধরনের সংগীতের খোঁজে ডুব দিলাম।
এর আগে ২০১০ সালে তেলেগু সিনেমা `কেডি`-র মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছিলেন অরিজিৎ সিং। বলিউডে তার যাত্রা শুরু হয় `মার্ডার ২` সিনেমার মাধ্যমে। তবে ২০১৩ সালে `আশিকী ২` সিনেমার গান তাকে রাতারাতি বানিয়ে দেয়। মহাতারকায় পরিণত হওয়ার পর দীর্ঘ প্রায় ২০ বছর ধরে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন অরিজিৎ সিং। তবে প্লেব্যাক ছাড়লেও সংগীতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হবে না। বরং নতুন ঘরানার মিউজিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই এ বিরতি নিচ্ছেন তিনি বলে জানিয়েছেন এ গায়ক।
সেই সঙ্গে নতুনদের জন্য পথ ছেড়ে দেওয়া। অরিজিতের এ সিদ্ধান্তের পেছনে রয়েছে তার মহৎ উদ্দেশ্যও। তিনি বলেন, নতুনদের অনুপ্রেরণা হতেই এখন তিনি বেশি আগ্রহী। আমি ভীষণভাবে নতুনদের গান শুনতে চাই। নতুনরা আমায় অনুপ্রেরণা জোগাবে, সেদিকেই তাকিয়ে আছি আমি বলে জানান অরিজিৎ সিং।