শুক্রবার, জানুয়ারী ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
নিউজিল্যান্ডে ভূমিধসে শিশুসহ নিখোঁজ একাধিক
  Date : 22-01-2026
Share Button

নিউজিল্যান্ডের জনপ্রিয় পর্যটন স্থান মাউন্ট মাউঙ্গানুইতে প্রবল বৃষ্টির পর এক ক্যাম্পগ্রাউন্ডে ভূমিধসের ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এই ভূমিধস হয়। নেমে আসা কাদার স্রোতে ক্যাম্পগ্রাউন্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

এদিকে দেশটির উদ্ধার কর্মীরা নিখোঁজ লোকজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন বলেও জানিয়েছে এই সংবাদ সংস্থা।

 

কয়েকদিনের বৃষ্টিতে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের পুরো পূর্বাঞ্চলীয় সমুদ্রতট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অঞ্চলের কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন। বহু বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে আর রাস্তাগুলো বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী নিক্স জাক রেডিও এনজেডকে জানান, তিনি পাহাড়ে হাঁটতে যাওয়ার সময় অত্যন্ত বিকট এক আওয়াজ শুনতে পান।

তিনি বলেন, ‘আমি ঘুরলাম আর দেখলাম, পাহাড়ের একটি অংশ কিছু অবকাঠামোর ওপর নেমে আসছে। সেখানে কিছু গাড়ি ছিল, সেগুলো সরানো হয়। পাহাড়ের অংশটি একটি বাথরুম ইউনিটের ওপর এসে পড়ে, তখন ভেতরে কিছু মানুষ গোসল করছিলেন বলে আমার ধারণা। তারপর সেটি একটি ক্যাম্পারভ্যানকে স্থানচ্যুত করে যেটিতে একটি পরিবার ছিল।’

কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ওই ক্যাম্পগ্রাউন্ডে থাকা কয়েকশ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে আর জরুরি পরিষেবার কর্মীরা সেখানে কেউ রয়ে গেছে কি না, তা খুঁজে দেখছে।

এদিকে জেলা পুলিশ সুপার টিম অ্যান্ডারসন জানিয়েছেন, নিখোঁজ লোকজনের সংখ্যা ১০ জনেরও কম। তিনি বলেন, ‘এটি সম্ভব, আমরা কাউকে জীবিত খুঁজে পেতে পারি।’

স্থানীয় গণমাধ্যম জরুরি ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার বিষয়ক মন্ত্রী মার্ক মিচেলকে উদ্ধৃত করে জানিয়েছে, যারা নিখোঁজ রয়েছেন তাদের মধ্যে শিশুও আছে আর তল্লাশি ও উদ্ধার অভিযানে সাহায্য করতে হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

মাউন্ট মাউঙ্গানুইয়ের প্রতিবেশী পাপামোয়াতে আরেকটি ভূমিধস হয়েছে। পুলিশ জানিয়েছে, সেখানে দুইজন নিখোঁজ রয়েছেন।

বুধবার আরেক ঘটনায় নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডের উত্তরে গাড়িসহ ভেসে গিয়ে আরেক ব্যক্তি নিখোঁজ হন।



  
  সর্বশেষ
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে: তারেক রহমান
২০০০ কোটি ডলারের রেকর্ড মাইলফলকে ওপেনএআই
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com