শুক্রবার, জানুয়ারী ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ট্রাম্পের গাজা ‘শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে পাকিস্তান
  Date : 22-01-2026
Share Button

গাজা পুনর্গঠন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই উদ্যোগে যোগ দিতে সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও কাতারের পাশাপাশি পাকিস্তানও আমন্ত্রণ গ্রহণ করেছে।

পাকিস্তান ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে ‘বোর্ড অব পিস’- এ যোগদানের সিদ্ধান্তের কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানকে এই উদ্যোগে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মতে, ‘বোর্ড অব পিস’- এ অংশগ্রহণ গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে পাকিস্তানের চলমান প্রচেষ্টারই অংশ। এই পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৮০৩-এর আলোকে গ্রহণ করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানায়, পাকিস্তান আশা করছে এই নতুন কাঠামোর মাধ্যমে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির পথে বাস্তব অগ্রগতি হবে।

একই সঙ্গে পাকিস্তান আশা প্রকাশ করেছে যে, এই উদ্যোগের ফলে ফিলিস্তিনি জনগণের জন্য মানবিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি, কয়েক মাসের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর গাজার ব্যাপক পুনর্গঠনের জরুরি প্রয়োজনের কথাও জোর দিয়ে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ফিলিস্তিন ইস্যুতে পাকিস্তানের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়, ইসলামাবাদ প্রত্যাশা করে, এসব উদ্যোগ আন্তর্জাতিক বৈধতা ও সংশ্লিষ্ট জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে একটি বিশ্বাসযোগ্য ও সময়সীমাবদ্ধ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়নের পথ সুগম করবে।

পাকিস্তান পুনরায় জানিয়েছে, তারা ১৯৬৭ সালের আগের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন, সার্বভৌম ও সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। পররাষ্ট্র দপ্তর জানায়, আল-কুদস আল-শরিফ (জেরুজালেম) হবে সেই রাষ্ট্রের রাজধানী।

তথ্যসূত্র: সামা টিভি



  
  সর্বশেষ
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে: তারেক রহমান
২০০০ কোটি ডলারের রেকর্ড মাইলফলকে ওপেনএআই
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com