সোমবার, অক্টোবর ২০, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সুপার এনামেল ওয়্যার-এ শতশত কোটি টাকার ভ্যাঁট ফাকি!   * বাহুবলে লাল তীর সীড কোম্পানির ধানবীজ ‘সুপার-৬০’ নিয়ে কৃষক সভা অনুষ্ঠিত   * ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা   * ফেব্রুয়ারিতেই নির্বাচন : ইসি আনোয়ারুল   * রূপগঞ্জের বিলে অপরূপ পদ্ম-শাপলার সমারোহ   * ভাঙ্গায় সালিশ বৈঠক চলাকালে সংঘর্ষে নিহত-১ আহত-২০   * ভাঙ্গায় মোটরসাইকেল-নছিমনের সংঘর্ষে নিহত-১   * প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে   * রাজউকে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত   * অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা  

   জাতীয়
জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ, আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত বিএনপির
  Date : 17-08-2025
Share Button

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত "জুলাই সনদ" নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। কমিশনের পক্ষ থেকে সনদের খসড়া চূড়ান্ত করে তা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সনদটি আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরিকল্পনা রয়েছে।

তবে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য প্রকট হয়ে উঠেছে। বিএনপি মনে করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সংসদই হবে জুলাই সনদ বাস্তবায়নের উপযুক্ত মঞ্চ। দলটির পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এই সনদের বাস্তবায়ন হওয়া উচিত।

অন্যদিকে, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদের মতো দলগুলো এ প্রক্রিয়ার বাইরেই সনদ বাস্তবায়নের পক্ষে। তারা চাইছে, গণভোট, গণপরিষদ নির্বাচন কিংবা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে দ্রুত এই সনদ বাস্তবায়ন করতে হবে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। কমিশন কারও ওপর কিছু চাপিয়ে দিতে চায় না। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশন বিস্তারিত আলোচনা করবে।”

এদিকে, বিএনপি শুরুতে সংসদীয় প্রক্রিয়াতেই অনড় থাকলেও বর্তমানে আলোচনা চালিয়ে যেতে আগ্রহ দেখিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধান বের করা সম্ভব। আমরা আলোচনায় অংশ নেব।”

অন্যদিকে, এনসিপি ও জামায়াত বলছে, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা শিগগিরই গণভোট কিংবা গণপরিষদের মাধ্যমে সনদ বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে।

এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য কতটা গড়ে উঠবে, তা এখন সময়ের অপেক্ষা।



  
  সর্বশেষ
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা
শেরপুর সদর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য
কর্পোরেট গ্রুপে বাড়ছে ভ্যাট অব্যাহতির অপব্যবহার

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com