বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ওষুধ উৎপাদনের ক্ষতি ছাড়াতে পারে ৪ হাজার কোটি টাকা   * ফরিদপুর ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার ব্যাপক জনসমর্থন   * সুপার এনামেল ওয়্যার-এ শতশত কোটি টাকার ভ্যাট ফাঁকি !   * বাহুবলে লাল তীর সীড কোম্পানির ধানবীজ ‘সুপার-৬০’ নিয়ে কৃষক সভা অনুষ্ঠিত   * ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা: পরিবেশ উপদেষ্টা   * ফেব্রুয়ারিতেই নির্বাচন : ইসি আনোয়ারুল   * রূপগঞ্জের বিলে অপরূপ পদ্ম-শাপলার সমারোহ   * ভাঙ্গায় সালিশ বৈঠক চলাকালে সংঘর্ষে নিহত-১ আহত-২০   * ভাঙ্গায় মোটরসাইকেল-নছিমনের সংঘর্ষে নিহত-১   * প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে  

   আন্তর্জাতিক
ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে অস্ট্রেলিয়ার নতুন দৃষ্টান্ত
  Date : 11-08-2025
Share Button

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরূপ প্রতিক্রিয়ার মাঝেও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। জাতিসংঘের আগামী সাধারণ পরিষদের অধিবেশনের সময় এ স্বীকৃতি কার্যকর হবে বলে জানিয়েছে ক্যানবেরা।

সোমবার (১১ আগস্ট) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতার চক্র ভাঙতে এবং দীর্ঘমেয়াদে টেকসই শান্তি আনতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানই মানবতার সর্বোত্তম আশা।”

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, “এই স্বীকৃতি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হতাশার মধ্যে থেকেও নতুন করে আশা গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে।” তিনি আরও জানান, ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো রাজনৈতিক বা প্রশাসনিক ভূমিকা থাকবে না।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে ‘সমন্বিত বৈশ্বিক শান্তি প্রচেষ্টার অংশ’ হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপ যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স এবং নিউজিল্যান্ডসহ একাধিক পশ্চিমা দেশের সাম্প্রতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যারা এখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে একে “লজ্জাজনক” এবং “শান্তির পথে প্রতিবন্ধক” বলে উল্লেখ করেছেন। একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরোধী দল ও জায়োনিস্ট ফেডারেশনও সরকারের এই সিদ্ধান্তকে ‘হামাসকে উৎসাহিত করতে পারে’ বলে মন্তব্য করেছে।

উল্লেখ্য, বিশ্বের অধিকাংশ দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও পশ্চিমা বিশ্বের বহু প্রভাবশালী দেশ এতদিন এই সিদ্ধান্ত থেকে বিরত ছিল। অস্ট্রেলিয়ার এই ঘোষণাকে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।



  
  সর্বশেষ
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা
শেরপুর সদর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য
কর্পোরেট গ্রুপে বাড়ছে ভ্যাট অব্যাহতির অপব্যবহার

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com