অনলাইন ডেস্ক:
কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বন্ধ ক্যাম্পাসে প্রবেশের ঘোষণা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। এ নিয়ে উত্তেজনা দেখা দেওয়ায় ক্যাম্পাসের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) দুপুর ২টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের হলে প্রবেশ করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন। অন্যদিকে তাদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, নিরাপত্তাজনিত কারণে ও ছাত্রদের প্রবেশ ঠেকাতে ক্যাম্পাসের প্রধান দুই ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ নিয়ে কুয়েটে উত্তেজনা বিরাজ করছে।
অন্যদিকে কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করে আজ ‘লং মার্চ টু কুয়েট’ কর্মসূচি ঘোষণা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। শনিবার রাতে খুবি শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে বিরোধের জের ধরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন। এর প্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ বলেন, বন্ধ ক্যাম্পাসে না ফিরতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিভিন্নভাবে বোঝানো হয়েছে। বিষয়টি বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারকেও অবহিত করা হয়েছে।
নগরীর খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, স্যোশাল মিডিয়ায় কুয়েটকে উত্তপ্ত করার একটি পরিকল্পনার বিষয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরাও বিষয়টি নিয়ে নজর রাখছি। কেউ যাতে বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয়ের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তার জন্যও পুলিশ রয়েছে।