বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ভোলার রাজনীতিতে জমে উঠেছে নির্বাচনী সমীকরণ: একাধিক প্রার্থী নিয়ে বিএনপিতে অস্থিরতা, আত্মবিশ্বাসী জামায়াত   * নভেম্বরে গণভোটের প্রস্তাব জামায়াতের   * ভাঙ্গায় মাদ্রাসা কর্মচারীকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেল   * আবদুল আউয়াল মিন্টু পেলেন ‘টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার–২০২৫’ সম্মাননা   * ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ সই   * বাংলাদেশ রেজোনেয়ারের সাইবার বুলিং বিষয়ে সচেতনতামূলক সেমিনার   * নড়িয়ায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিপন পেদার আগমন উপলক্ষে গণসংযোগ   * ১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা   * ওষুধ উৎপাদনের ক্ষতি ছাড়াতে পারে ৪ হাজার কোটি টাকা   * ফরিদপুর ৪ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মিজানুর রহমান মোল্লার ব্যাপক জনসমর্থন  

   সারাবাংলা
৯ দিন পর খুলল স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানা
  Date : 07-12-2024
Share Button

অনলাইন ডেস্ক:

গাজীপুরে শ্রমিক আন্দোলনের মুখে বন্ধের ৯ দিন পর খুলে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন নামের একটি তৈরি পোশাক কারখানা। শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে কারখানাটি সচল হয়। তবে একই মালিকানায় ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড কারখানাটি বন্ধ রয়েছে।

কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানায়, গাজীপুরের কোনাবাড়ি এলাকার স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড কারখানার শ্রমিকরা ২৬ ও ২৭ নভেম্বর পদোন্নতিসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নয়দিন পর কারখানা খুলে দেওয়া হয়েছে।

শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগদান করেছে। নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

কারখানা শ্রমিক আব্দুর রহমান বলেন, অনেকদিন ধরে কারখানা বন্ধ থাকায় আমাদের মধ্যে দুশ্চিন্তা নেমে এসেছিল। সাধারণ শ্রমিকদের মাঝে বহিরাগতরা যোগ দিয়ে নানাভাবে উস্কানি দিয়ে আন্দোলন করাচ্ছে। এখন কারখানা খুলে দেওয়া হলে আমরা কাজে যোগ দিয়েছি।

আমেনা বেগম নামের আরেক শ্রমিক বলেন, আমরা কোনো ঝামেলা চাই না। কাজ করতে চাই আমরা।

কারখানার ম্যানেজার (এডমিন) আবু ইউসুফ সিদ্দিকী বলেন, শ্রমিকরা না বুঝে বিশৃঙ্খলা করেছিল। তারা তাদের ভুল বুজতে পেরে সবাই কাজে যোগদান করেছে। তাদের বিভিন্ন দাবি ছিল তার মধ্যে পদোন্নতি নিয়ে বেশি ঝামেলা হয়েছিল। আমরা বলেছিলাম সবাইকে পর্যায়ক্রমে পদোন্নতি দেওয়া হবে। কিন্তু তারা বলেছিল দুই ঘণ্টার মধ্যে দিতে হবে। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মোর্শেদ জামান জানান, সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন কারখানা ৯ দিন বন্ধ থাকার পর খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা সকাল ৮টায় শৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করেছে। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।



  
  সর্বশেষ
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা
শেরপুর সদর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com