বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * সভাপতি-সম্পাদকের পদত্যাগ দাবি ঢাকা কলেজ ছাত্রদলে পদবঞ্চিতদের   * চমক নিয়ে প্রথমবার একসঙ্গে সালমান-হৃতিক   * অবরোধ প্রত্যাহার, গাজীপুরে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক   * বিডিআর হত্যাকাণ্ডে দেশি-বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করা হবে   * ইসরায়েলে ফের হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা   * ভাটারায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত   * বিমানবন্দর থানার প্রথম নারী ওসি তাসলিমা   * ২০২৪ সালে দুনিয়া মাতিয়েছেন ভারতের যে পাঁচ নায়িকা   * ‘নয়া দামান’খ্যাত তসিবা এবার গাইলেন ‘নয়া বাতাস’   * ইতিহাসগড়া অসি ওপেনার কনস্টাসের কোচ একজন বাংলাদেশি  

   সারাবাংলা
৯ দিন পর খুলল স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানা
  Date : 07-12-2024
Share Button

অনলাইন ডেস্ক:

গাজীপুরে শ্রমিক আন্দোলনের মুখে বন্ধের ৯ দিন পর খুলে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন নামের একটি তৈরি পোশাক কারখানা। শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে কারখানাটি সচল হয়। তবে একই মালিকানায় ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড কারখানাটি বন্ধ রয়েছে।

কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানায়, গাজীপুরের কোনাবাড়ি এলাকার স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড কারখানার শ্রমিকরা ২৬ ও ২৭ নভেম্বর পদোন্নতিসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নয়দিন পর কারখানা খুলে দেওয়া হয়েছে।

শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগদান করেছে। নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

কারখানা শ্রমিক আব্দুর রহমান বলেন, অনেকদিন ধরে কারখানা বন্ধ থাকায় আমাদের মধ্যে দুশ্চিন্তা নেমে এসেছিল। সাধারণ শ্রমিকদের মাঝে বহিরাগতরা যোগ দিয়ে নানাভাবে উস্কানি দিয়ে আন্দোলন করাচ্ছে। এখন কারখানা খুলে দেওয়া হলে আমরা কাজে যোগ দিয়েছি।

আমেনা বেগম নামের আরেক শ্রমিক বলেন, আমরা কোনো ঝামেলা চাই না। কাজ করতে চাই আমরা।

কারখানার ম্যানেজার (এডমিন) আবু ইউসুফ সিদ্দিকী বলেন, শ্রমিকরা না বুঝে বিশৃঙ্খলা করেছিল। তারা তাদের ভুল বুজতে পেরে সবাই কাজে যোগদান করেছে। তাদের বিভিন্ন দাবি ছিল তার মধ্যে পদোন্নতি নিয়ে বেশি ঝামেলা হয়েছিল। আমরা বলেছিলাম সবাইকে পর্যায়ক্রমে পদোন্নতি দেওয়া হবে। কিন্তু তারা বলেছিল দুই ঘণ্টার মধ্যে দিতে হবে। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মোর্শেদ জামান জানান, সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন কারখানা ৯ দিন বন্ধ থাকার পর খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা সকাল ৮টায় শৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করেছে। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।



  
  সর্বশেষ
২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদিতে, ২০৩০ বিশ্বকাপ ৬ দেশে
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে
সচিবের ফাঁদে দিশেহারা নিহতের পরিবার, বেরিয়ে আসছে-ক্ষমতার থলের বিড়াল
চেয়ারম্যান পালায়নের পর মেঘনা ব্যাংকে উজমা চৌধুরীর প্রশ্নবোধক আধিপত্য

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com