মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা: চারজনের মৃত্যুদণ্ড   * বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের   * পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে সাগরে প্রাণ গেল চবি শিক্ষার্থীর, দুইজন নিখোঁজ   * খুলনায় চাঁদাবাজির অডিও ফাঁস, শোকজ দুই বৈষম্যবিরোধী নেতা   * যশোরে রেস্ট হাউস কাণ্ড: স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম হাসান সনি বহিষ্কার   * ভোলা-বরিশাল-খুলনা গ্যাস পাইপলাইন বাস্তবায়নের দাবিতে খুলনায় স্মারকলিপি   * যশোরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের, বাসচাপায় নিহত পথচারী   * সাংবাদিক শামিম আহমদ আর নেই, ডিআরইউর সাবেক সভাপতির মৃত্যুতে শোক   * খুলনায় বিএনপির মনোনয়ন নিয়ে উত্তাপ, নজরুল ইসলাম মঞ্জু আলোচনায়   * ফরিদপুর- ভাংগা- বরিশাল মহাসড়কে পিচের বদলে ইটের সলিং  

   সারাবাংলা
৯ দিন পর খুলল স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানা
  Date : 07-12-2024
Share Button

অনলাইন ডেস্ক:

গাজীপুরে শ্রমিক আন্দোলনের মুখে বন্ধের ৯ দিন পর খুলে দেওয়া হয়েছে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন নামের একটি তৈরি পোশাক কারখানা। শনিবার (৭ ডিসেম্বর) সকাল থেকে কারখানাটি সচল হয়। তবে একই মালিকানায় ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড কারখানাটি বন্ধ রয়েছে।

কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানায়, গাজীপুরের কোনাবাড়ি এলাকার স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড কারখানার শ্রমিকরা ২৬ ও ২৭ নভেম্বর পদোন্নতিসহ বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নয়দিন পর কারখানা খুলে দেওয়া হয়েছে।

শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা কাজে যোগদান করেছে। নতুন করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।

কারখানা শ্রমিক আব্দুর রহমান বলেন, অনেকদিন ধরে কারখানা বন্ধ থাকায় আমাদের মধ্যে দুশ্চিন্তা নেমে এসেছিল। সাধারণ শ্রমিকদের মাঝে বহিরাগতরা যোগ দিয়ে নানাভাবে উস্কানি দিয়ে আন্দোলন করাচ্ছে। এখন কারখানা খুলে দেওয়া হলে আমরা কাজে যোগ দিয়েছি।

আমেনা বেগম নামের আরেক শ্রমিক বলেন, আমরা কোনো ঝামেলা চাই না। কাজ করতে চাই আমরা।

কারখানার ম্যানেজার (এডমিন) আবু ইউসুফ সিদ্দিকী বলেন, শ্রমিকরা না বুঝে বিশৃঙ্খলা করেছিল। তারা তাদের ভুল বুজতে পেরে সবাই কাজে যোগদান করেছে। তাদের বিভিন্ন দাবি ছিল তার মধ্যে পদোন্নতি নিয়ে বেশি ঝামেলা হয়েছিল। আমরা বলেছিলাম সবাইকে পর্যায়ক্রমে পদোন্নতি দেওয়া হবে। কিন্তু তারা বলেছিল দুই ঘণ্টার মধ্যে দিতে হবে। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক মোর্শেদ জামান জানান, সকালে স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন কারখানা ৯ দিন বন্ধ থাকার পর খুলে দিয়েছে কর্তৃপক্ষ। শ্রমিকরা সকাল ৮টায় শৃঙ্খলভাবে কারখানায় প্রবেশ করেছে। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।



  
  সর্বশেষ
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা: চারজনের মৃত্যুদণ্ড
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে সাগরে প্রাণ গেল চবি শিক্ষার্থীর, দুইজন নিখোঁজ
খুলনায় চাঁদাবাজির অডিও ফাঁস, শোকজ দুই বৈষম্যবিরোধী নেতা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com