অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি আনতে সেখানে সেনা মোতায়ন এবং শান্তি চুক্তি বাতিল করা উচিত।
শনিবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সভাপতিত্বেসঞ্চালনা করেন বৈষম্যবিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী তৌহিদ আজাদ।
শাহজাহান চৌধুরী বলেন, ১৯৯৭ সালের ডিসেম্বরে যে পার্বত্য শান্তি চুক্তি হয়েছে, এর ফলে সরকার কেন্দ্রীয়ভাবে সেখানে কিছু করতে পারছে না। বিভিন্ন আন্তর্জাতিক চাপের কারণে চুক্তিটি বাতিল করা যাচ্ছে না। কিন্তু আমরা যদি বৈষম্যবিরোধী ছাত্রদের মাধ্যমে এই বিষয়টি জাতীয় ভাবে তুলে ধরতে পারি তাহলে শান্তি চুক্তি বাতিল করা সম্ভব। পানি চুক্তি বাতিলসহ যে ১৮টি চুক্তি শেখ হাসিনা আমলে হয়েছে তা অতিদ্রুত বাতিল করতে হবে।
তিনি আরও বলেন, এখন কোনো দাবি দাওয়ার সময় নয়, এখন সময় জাতীয় ঐক্যের। পার্বত্য চট্টগ্রাম যেমন বাঁচাতে হবে তেমনি চট্টগ্রামকে বাঁচাতে হবে। আর ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে আর আসতে না পারে সেইজন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে সংগ্রাম নয়, লড়াই নয় বরং বুদ্ধিবৃত্তিক লড়াই করতে হবে।