রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শাহ আমানতে পৌনে এক কেজি সোনা নিয়ে অভিনেত্রীসহ আটক ২   * শহীদ-আহতদের ত্যাগের স্বীকৃতি দিতে অনেকেরই দ্বিধা: শিবির সভাপতি   * বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ   * বাঁচামরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৩৫   * স্বৈরাচারের একাল সেকাল, আতঙ্কে দ. কোরিয়ার জনগণ   * পাঁচদিনে এমারেল্ড অয়েলের দাম কমলো ৫১ কোটি টাকা   * ৯ দিন পর খুলল স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানা   * হয়রানিমূলক মামলা ও গ্রেফতার ঠেকাতে সজাগ পুলিশ: অতিরিক্ত কমিশনার   * শান্তি চুক্তি বাতিল করতে হবে: শাহজাহান চৌধুরী   * খুনি হাসিনার জন্য ভারতের রাজনীতিকরা মায়াকান্না করছে: রিজভী  

   খেলাধূলা
‘আমাদের অবস্থান স্পষ্ট, সবকিছু হবে সমতার ভিত্তিতে’
  Date : 28-11-2024
Share Button

অনলাইন ডেস্ক:

টানাপোড়েন কমার কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। পাকিস্তান নিজেদের জায়গায় অটল। ভারতও মত পাল্টাতে নারাজ। সব মিলিয়ে আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ছে উত্তেজনাও। আজ বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এসে নতুন বার্তা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।

আগামীকাল শুক্রবার আইসিসির সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং হওয়ার কথা পিসিবির। এই সভা থেকেই ৮ দলের অংশগ্রহণে জমজমাট ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তার আগে নিজেদের সিদ্ধান্তে দৃঢ় থাকার কথা জানালেন পিসিবি চেয়ারম্যান।

নকভি জানান, পিসিবি এমন কোনো কাজ করবে না, যাতে দেশের ক্রিকেটের অমঙ্গল হয়। নিজেদের দিক বিবেচনায় যা করা দরকার, সেই কাজটাই তারা করবে।

এক্ষেত্রে আইসিসিকে নিজেদের অবস্থান জানিয়েছেন বলেও গণমাধ্যমকে বলেন পিসিবি চেয়ারম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে নিজেদের ভাবনা ও সিদ্ধান্ত স্পষ্ট উল্লেখ করে তিনি জানান, সমতার ভিত্তিতেই সবকিছু করবে পিসিবি, এমন প্রস্তাব তারা পিসিবিকে দিয়েছে।

বৃহস্পতিবার সকালে গাদ্দাফি স্টেডিয়ামে নকভি বলেন, ‘আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা পাকিস্তান ক্রিকেটের জন্য যা দরকার তাই করবো। আমি ক্রমাগত আইসিসি চেয়ারম্যানের সাথে যোগাযোগ রাখছি। আমার টিম তাদের সাথে নিয়মিত কথা বলছে। আমরা এখনও আমাদের সিদ্ধান্তে দৃড় যে, আমাদের জন্য ভারতে ক্রিকেট খেলা গ্রহণযোগ্য নয় যদি তারা এখানে ক্রিকেট না খেলে। যা হবে সমতার ভিত্তিতে ঘটবে। আমরা আইসিসিকে খুব স্পষ্টভাবে বলেছি এবং এরপর কী হবে আপনাদেরকে (সাংবাদিক) জানাবো।’

নকভি বোঝাতে চেয়েছেন, ভারত যদি এবার পাকিস্তানে খেলতে না আসে, তাহলে আইসিসির পরবর্তী টুর্নামেন্ট ভারতে অনুষ্ঠিত হলে সেগুলো খেলবে না পাকিস্তান।

উল্লেখ্য, আগামী বছর ভারতে হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ ও পরের বছর শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করবে তারা।

রাজনৈতিক উত্তেজনার কারণে ২০০৮ সাল থেকে পাকিস্তান খেলতে আসে না ভারত। এবারও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) বলছে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে। যে পদ্ধতিতে বেশিরভাগ ম্যাচগুলো হবে পাকিস্তানে। আর ভারতের ম্যাচগুলো হবে ভিন্ন কোনো দেশে।

ভারতের এই প্রস্তাবকে আগেই উড়িয়ে দিয়েছে পাকিস্তান। অন্যান্য দল আসতে পারলে ভারত কেন পারবে না, তা সুনির্দিষ্ট কারণ লিখিত আকারে উল্লেখ করতে বলেছে পিসিবি। তাতে অবশ্য কোনো সদুত্তর বা লিখিত জবাব দেয়নি ভারত।

বিষয়টি নিয়ে গত মাসে নকভি বলেছিলেন, ‘আমাদের অবস্থান পরিষ্কার। তাদের যেকোনো আপত্তি থাকতে পারে। তা আমাদের লিখিতভাবে জানাতে হবে।এখন পর্যন্ত হাইব্রিড মডেলের কোনো আলোচনা হয়নি। আমরা এটি গ্রহণ করতে প্রস্তুত নই।’

ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান অচলাস্থার সুরাহা এখন কেবল সময়ের উপর নির্ভর্রশীল। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় পিসিবি, তাই এখন দেখার।



  
  সর্বশেষ
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে
সচিবের ফাঁদে দিশেহারা নিহতের পরিবার, বেরিয়ে আসছে-ক্ষমতার থলের বিড়াল
চেয়ারম্যান পালায়নের পর মেঘনা ব্যাংকে উজমা চৌধুরীর প্রশ্নবোধক আধিপত্য
শতকোটি টাকার মালিক রাজস্ব বোর্ডের ড্রাইভার আরজু

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com