অবশেষে ভারত যাওয়ার সরকারি অনুমতি (জিও) পেল বাংলাদেশ শুটিং দল। নয়াদিল্লিতে ২ ফেব্রুয়ারি শুরু হবে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে অংশ নিতে ৩১ জানুয়ারি দিল্লি যাওয়ার কথা শ্যুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারের।
১৯ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদ থেকে শ্যুটার দলের জিও চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়। বুধবার জিও ইস্যু করেছে মন্ত্রণালয়। (স্মারক নম্বর : ৩৪.০০.০০০০.০০০.০৭১.৩৩.০০১০.১৯.৮৮, তারিখ ২৮ জানুয়ারি, ২০২৬)।
নিরাপত্তার ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। তাহলে শ্যুটারদের পাঠানো হচ্ছে কেন? এই প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম বলেন, ‘ক্রিকেটে নিরাপত্তার নিশ্চয়তা আমাদের দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু শুটিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্রিকেটে তিনটি বিষয় ছিল-ক্রিকেটার, দর্শক ও সাংবাদিক। এখানে দুজন সদস্যের প্রশ্ন। তাছাড়া শুটাররা খেলবেন ইনডোরে। আমাদের বক্তব্য হলো, ক্রিকেটে ভারত সফর বাতিল যে রাজনৈতিক ছিল না সেটা শুটার যাওয়ার অনুমতি দেওয়ায় প্রমাণিত হয়েছে। ক্রিকেটের বেলায় নিরাপত্তার নিশ্চয়তা পেলে সরকার ভেবে দেখত।’
নৌবাহিনীর সদস্য রবিউলের ভারতের ভিসার জন্য অপেক্ষা করতে হবে না। জিও পেলেই তিনি যেতে পারবেন। সে রকম অনুমোদন নেওয়া আছে। রবিউল যুগান্তরকে জানান, ‘সাতদিনের জন্য ভারত যেতে আমার ভিসার প্রয়োজন হয় না। ফেডারেশন চাইলে যাব টুর্নামেন্ট খেলতে।’ তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিয়ে যেতে হবে।