|
নারায়ণগঞ্জে ডাকাতি করে ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্নালংকার লুট |
|
|
|
|
|
আবু হাসান মাসুদ, নারায়নগঞ্জ: বুধবার (২৭ নভেম্বর) ভোর চারটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুর গাবতলা এলাকায় ঢাকা টেক্সটাইলের মালিক শিল্পপতি রেজাউল করিম মালার বাড়িতে দুর্ধর্ষডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত পা বেধে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নেয়। পরে ঘরে থাকা ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয়। ডাকাতি শেষে দু’রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে চলে যায় ডাকাত দল। ডাকাতদের মারধরে রেজাউল করিম মালার ছেলে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন আহত হয়। তাদের খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ডাকাতির খবর পেয়ে ফতুল্লা মডে ল থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত উদ্ধারসহ ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। রেজাউল করিম মালা জানান, দোতলা বাড়ির পিছনের জানালার গ্রীল কেটে মুখোশদারী ৬ জন ডা কাত ঘরের ভিতরে প্রবেশ করেন। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও অন্যদের হাতে ধারালো ছুরি ছিলো।
ডাকাত দলের সদস্যরা ঘরের বাহিরেও দাড়িয়ে ছিলো। একসময় একটি গ্রুপ আলাউদ্দিনের কক্ষে প্রবেশ করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন আক্তারের হাত ও পা বেধে ফেলে। এসময় চিৎকার করলে এলোপাথারী মারধর করে নাসরিন আক্তারের গলা ও আঙ্গুল থেকে পড়নের অলংকার ও আলমারী থে কে আরও স্বর্নালংকারসহ ৪০ ভরি স্বর্নালংকার লুটে নেয়। পরে নিচ তলায় নেমে আলমারী ভেঙ্গে নগদ সাত লাখ টাকা লুটে নিয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে ভয় দেখিয়ে যায় পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক: মতিউর রহমান
, সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com
|
|
|
|