মঙ্গলবার, জানুয়ারী ২৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মুক্তি পাচ্ছে জয়ার ‘বাগান বিলাস’   * ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ   * বিএনপির সঙ্গে সরকার-ছাত্রদের দূরত্ব কীসে?   * স্টাফদের হাত-পা বেঁধে ভল্ট থেকে কোটি টাকা লুট   * বিদেশি ছাড়াই একাদশ, টস হেরে ব্যাটিংয়ে রাজশাহী   * ২৫ দিনে এলো ২০৪৪৭ কোটি টাকার প্রবাসী আয়   * কে এম সফিউল্লাহর মৃত্যুতে অর্থ উপদেষ্টার শোক   * ফ্যাসিবাদের দোসরমুক্ত করার দাবিতে বাংলা একাডেমি ঘেরাও   * সড়ক পরিবহন আইন সংশোধন চান পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা   * বিএনপির ‘কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে’: নাহিদ ইসলাম  

   খেলাধূলা
রান দরকার হলেই ব্যাট ধার করেন অভিষেক
  Date : 08-07-2024
Share Button

অনলাইন ডেস্ক

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে গিয়ে প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে হেরে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ভারত। এই হার হজম করতে বেশ কষ্টই হয়েছে শুবমান গিলদের। তবে দ্বিতীয় ম্যাচেই স্বরূপে ফেরে ভারতীয়রা। ১০০ রানের বড় জয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে তারা।

গতকাল রোববার হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের সামনে ২৩৪ রানের বিশাল স্কোর গড়ার পর স্বাগতিকদের ১৩৪ রানে অলআউট করে দিয়েছে ভারত।

ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন অভিষেক শর্মা। ৪৭ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই সিরিজের প্রথম ম্যাচ দিয়েই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে অভিষেক হয় তার। যদিও এই ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি ভারতীয় ওপেনার।

গতকালের ম্যাচে অভিষেক ছাড়া ৪৭ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলেন রুতুরাজ গায়কোয়াড়। আর ২২ বলে ৪৮ রানের হার না মানা ইনিংস খেলেন রিংকু সিং।

আগের ম্যাচ হেরে যাওয়ার কারণে এই ম্যাচে বেশ চাপই অনুভব করছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তবে মনে কোনো ভয় নিয়ে খেলেননি তারা। বরং আক্রমণাত্মক ব্যাটিং করে রানপাহাড়ে চড়েছেন তারা।

ম্যাচের পর জিম্বাবুয়ের বোলারদের বিধ্বস্ত করা সেই ব্যাটের গোপন রহস্য জানিয়েছেন অভিষেক। ভারতীয় এই অলরাউন্ডার জানান, এই ব্যাট তিনি সতীর্থ গিলের কাছ থেকে ধার নিয়েছেন। আর নিজের ভালো বন্ধুর কাছ থেকে ব্যাট নিয়েই টি-টোয়েন্টি ক্রিকেটে রানের হালখাতা খুলেছেন অভিষেক।

গিল-অভিষেক দুই জনই দীর্ঘদিন একসঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলেন। তাদের দু`জনের মেন্টরও এক; সাবেক কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং। যে কারণে সতীর্থের কাছে ব্যাট ধার চাইতে কোনো ধরনের দ্বিধায় পড়তে হয় না অভিষেককে।

ম্যাচ শেষে অভিষেক বলেন, ‘আমি আজ শুবমানের (গিল) ব্যাট নিয়ে খেলেছি। আমি আগেও এটি করেছি। যখনই আমার রানের প্রয়োজন হয়, আমি তার ব্যাট ধার চাই।’



  
  সর্বশেষ
সড়ক পরিবহন আইন সংশোধন চান পণ্য পরিবহন মালিক ও শ্রমিকরা
আওয়ামী ছত্রছায়ায় মেঘনা গ্রুপের মোস্তফা কামালের নেতৃত্বে মেঘনা নদী দখল ॥ জেলা প্রশাসক রহস্যজনক ও অন্যায় পথ অবলম্বন করছে মেঘনা গ্রুপকে বাঁচাতে (পর্ব ২)
আওয়ামী ছত্রছায়ায় মেঘনা গ্রুপের মোস্তফা কামালের নেতৃত্বে মেঘনা নদী দখল
২০৩৪ ফুটবল বিশ্বকাপ সৌদিতে, ২০৩০ বিশ্বকাপ ৬ দেশে

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com