আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করলে শর্তসাপেক্ষে পরাজিতদেরকে নিয়েও দেশ গঠনে সঙ্গী করা হবে- এমনটাই জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি যারা আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ যদি আমাদেরকে সফলতা দেন, আমরা যদি বিজয়ী হয়, আমরা তাদেরকেও বলবো আসেন। শর্ত মাত্র তিনটা মানলেই হবে। নাম্বার ওয়ান- নিজে কেউ দুর্নীতি করবেন না। কেউ ডাকাতি লুটপাট করবেন না এবং কেউ দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দিবেন না। নাম্বার দুই- সকলের জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করা। নাম্বার তিন- যেই জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচন রেসে এসেছি সেই জুলাইকে সম্মান করতে হবে।
বাংলাদেশে কে সরকারে আসবে তা এ দেশের জনগণ নির্ধারণ করবে জানিয়ে জামায়াতে আমির বলেন, বাইরের কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করে তবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে।
এদিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাকে কোনো দলীয় দৃষ্টিভিঙ্গ থেকে দেখেন না জানিয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যেকোনো দল করার অধিকার রয়েছে। কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। জনসভায় যারা রয়েছেন, তারা সবাই জামায়াতে ইসলামী করেন না। এখানে অনেকে আছেন যারা বিএনপি করেন। এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন। কিন্তু সবাই আমার স্টেজে রয়েছে কারণ তারা সকলে আমার ভাই। আর আমি তাদের সবার তাহের ভাই।’