শনিবার, জানুয়ারী ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
জামায়াত নেতা তাহের মুসলিম বিশ্বের তরুণদের আইডল: সাদিক কায়েম
  Date : 31-01-2026
Share Button

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। কুমিল্লার চৌদ্দগ্রামে এক নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।

শনিবার (৩১ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে সাদিক কায়েম বলেন, ডা. আব্দুল্লাহ তাহের চৌদ্দগ্রামের সন্তান এবং তিনি শুধু জুলাই আন্দোলনেই নয়, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ভূমিকা রেখেছেন। তিনি মুসলিম বিশ্বের তরুণদের আইডল হিসেবে পরিচিত—এমন বক্তব্য তুলে ধরে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


সমাবেশে সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে যারা রাজপথে ছিল এবং জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদেরই বেছে নেওয়া হবে। তার ভাষ্যে, বিপ্লব-পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের চেতনাকে সবচেয়ে বেশি ধারণ করেছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, জামায়াতের আমির জুলাই শহিদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি প্রশ্ন রাখেন, গত ৫৪ বছরে বিভিন্ন সরকার এসেছে ও গেছে—অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কয়জন তা রক্ষা করেছে।


আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা তাদের ভোট দেবে সেই সব প্রার্থীদের, যারা জুলাই আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলছে।

নির্বাচনী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।



  
  সর্বশেষ
নির্বাচন ভন্ডুল করার সম্ভাবনা নেই, যেসব জঙ্গি-সন্ত্রাসী ছিল পালিয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি করল গার্ডিয়ান
আওয়ামী লীগের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনে জিততে পারবে না জামায়াত: হর্ষবর্ধন শ্রিংলা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com