জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। কুমিল্লার চৌদ্দগ্রামে এক নির্বাচনী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
শনিবার (৩১ জানুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার এইচজে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে সাদিক কায়েম বলেন, ডা. আব্দুল্লাহ তাহের চৌদ্দগ্রামের সন্তান এবং তিনি শুধু জুলাই আন্দোলনেই নয়, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ভূমিকা রেখেছেন। তিনি মুসলিম বিশ্বের তরুণদের আইডল হিসেবে পরিচিত—এমন বক্তব্য তুলে ধরে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে সাদিক কায়েম বলেন, গত ১৬ বছরে যারা রাজপথে ছিল এবং জনগণের পাশে দাঁড়িয়েছে, তাদেরই বেছে নেওয়া হবে। তার ভাষ্যে, বিপ্লব-পরবর্তী সময়ে জুলাই আন্দোলনের চেতনাকে সবচেয়ে বেশি ধারণ করেছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, জামায়াতের আমির জুলাই শহিদ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
তিনি প্রশ্ন রাখেন, গত ৫৪ বছরে বিভিন্ন সরকার এসেছে ও গেছে—অনেকে প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কয়জন তা রক্ষা করেছে।
আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, তরুণরা তাদের ভোট দেবে সেই সব প্রার্থীদের, যারা জুলাই আন্দোলন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতার কথা বলছে।
নির্বাচনী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।