সোমবার, জানুয়ারী ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
গ্রিনল্যান্ড না দিলে ইউরোপের ৮ দেশের ওপর শুল্কের হুমকি ট্রাম্পের
  Date : 18-01-2026
Share Button

আর্কটিক অঞ্চলের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার প্রচেষ্টায় ডেনমার্ক ও ইউরোপীয় মিত্রদের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক ঘোষণায় তিনি জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে কোনো চুক্তিতে না পৌঁছালে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ডেনমার্কসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ১ জুনের মধ্যে কোনো সমাধান না হলে এই শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। এই শুল্কের আওতায় পড়বে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ড। খবর সিএনএন।


নিজের সামাজিক যোগাযোগমাধ্যম `ট্রুথ সোশ্যাল`-এ দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে ডেনমার্ক ও ইউরোপীয় দেশগুলোকে ভর্তুকি দিয়ে আসছে। তিনি লেখেন, ‘শতাব্দীর পর শতাব্দী পর এখন সময় এসেছে ডেনমার্কের কিছু ফিরিয়ে দেয়ার। বিশ্বশান্তি এখন ঝুঁকির মুখে!’

ট্রাম্পের যুক্তি, আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং `গোল্ডেন ডোম` প্রকল্পের জন্য গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো অভিযোগ করেন যে, ইউরোপীয় দেশগুলো গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়িয়ে গ্রহের নিরাপত্তা ও অস্তিত্বকে সংকটে ফেলছে।

ট্রাম্পের এই আকস্মিক হুমকিতে বিস্ময় প্রকাশ করেছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স রাসমুসেন। তিনি বলেন, চলতি সপ্তাহেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক হয়েছিল, যার পর এমন ঘোষণা অপ্রত্যাশিত।

এদিকে, গ্রিনল্যান্ডের রাজধানী নুউক এবং ডেনমার্কের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘গ্রিনল্যান্ড বিক্রয়যোগ্য নয়’ সংবলিত প্ল্যাকার্ড। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনপ্রণেতারাও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি স্থগিতের আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প সাধারণত `ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট` ব্যবহার করে এ ধরনের শুল্ক আরোপ করেন। তবে গ্রিনল্যান্ড ইস্যুতে তার এই ক্ষমতা ব্যবহারের বৈধতা নিয়ে মার্কিন সুপ্রিম কোর্টে শুনানি চলছে। বিচারপতিরা ট্রাম্পের এই পদক্ষেপের বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন, কারণ সংশ্লিষ্ট আইনে সরাসরি ট্যারিফ বা শুল্কের উল্লেখ নেই। আদালত যদি ট্রাম্পের বিপক্ষে রায় দেয়, তবে তার এই শুল্ক কৌশল বড় ধরনের বাধার মুখে পড়তে পারে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ন্যাটো মিত্রদের ওপর এ ধরনের অর্থনৈতিক চাপ ট্রান্স-আটলান্টিক সম্পর্কের ক্ষেত্রে এক নজিরবিহীন ফাটল তৈরি করতে পারে।



  
  সর্বশেষ
রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন: উপদেষ্টা ফাওজুল কবির
মুন্সীগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
ইসি যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল
ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com