খাগড়াছড়ির রামগড় উপজেলার পূর্ব বাগানটিলা এলাকায় ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক বৃদ্ধা ও তার মেয়ে। বুধবার (২০ আগস্ট) গভীর রাতে তাদের নিজ ঘরে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
নিহতরা হলেন—আমেনা বেগম (৯৫) এবং তার মেয়ে রাহেনা বেগম (৪২)। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার পর স্থানীয়রা কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাদের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
প্রতিবেশীদের বরাত দিয়ে জানা গেছে, প্রতিদিন সকালে গরু-হাঁস-মুরগি বের হলেও এদিন কিছুই দেখা না যাওয়ায় সন্দেহ হয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
স্থানীয় সূত্র জানায়, আমেনা বেগমের সাত সন্তানের মধ্যে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মঈন উদ্দীন বলেন, “ঘটনার পরপরই সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
ঘটনাটি এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে।