খুলনা ডেস্ক:
ঢালিউড সুপারস্টার শাকিব খান ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত `তাণ্ডব` সিনেমায় দর্শকদের মাতিয়ে তোলার পর এবার আরও বড় পরিসরে হাজির হচ্ছেন। চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন উঠেছে, এবার তাকে দেখা যাবে আন্তর্জাতিক ক্যানভাসে, যেখানে থাকবে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ভিলেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘এম আর নাইন’ খ্যাত নির্মাতা আসিফ আকবরের নতুন একটি আন্তর্জাতিক প্রজেক্টে শাকিব খানের অভিনয়ের বিষয়টি প্রায় চূড়ান্ত। ইতোমধ্যে পরিচালক ও অভিনেতার মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। সিনেমার প্রাথমিক গল্প ও কনসেপ্ট ঠিক করা হয়েছে, এবং বর্তমানে চলছে পূর্ণাঙ্গ চিত্রনাট্য রচনার কাজ।
পরিকল্পনা অনুযায়ী, আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে গেলে শাকিব খানের উপস্থিতিতেই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে—একজন বাংলাদেশি ও অন্যজন হলিউডের পরিচিত মুখ। জানা গেছে, তিনি নতুন কেউ নন, বরং হলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী যিনি ইতোমধ্যে আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিচিত।
তবে শুধু নায়িকাই নয়, সিনেমাটির খল চরিত্রেও থাকছেন হলিউডের একজন সুপরিচিত অভিনেতা, যিনি একাধিক আন্তর্জাতিক ব্লকবাস্টার সিনেমায় কাজ করেছেন। এ উদ্যোগ সফল হলে এটি হবে শাকিব খানের ক্যারিয়ারে এক নতুন মাইলফলক, এবং বাংলাদেশি সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ।
সিনেমাটি একটি বড় বাজেটের ক্রাইম থ্রিলার হিসেবে নির্মিত হচ্ছে, যার মুক্তির পরিকল্পনা করা হয়েছে ২০২৬ সালে বিশ্বব্যাপী। নির্মাতাদের লক্ষ্য, এটি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি সিনেমার মানচিত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
অন্যদিকে, `তাণ্ডব`-এর সিকুয়েল নিয়েও প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা রায়হান রাফী। পাশাপাশি শাকিব খানকে নিয়ে আরও কয়েকটি নতুন সিনেমার গুঞ্জন রয়েছে, যার মধ্যে একটি সিনেমায় সেনাবাহিনীর অফিসার লুকে তার একটি ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি তরুণ নির্মাতা সাকিব ফাহাদের নতুন প্রজেক্টের অংশ। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সব মিলিয়ে শাকিব খানের ক্যারিয়ার নতুন মোড় নিচ্ছে বলেই মনে করছেন সিনে বিশ্লেষকরা, আর ভক্তদের আগ্রহও এখন আকাশছোঁয়া।