রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অন্যান্য খবর
আর্মি ইউনিভার্সিটি খুলনায় অনলাইনে ভর্তি আবেদন শুরু, সময়সীমা ১৮ জুন
  Date : 14-05-2025
Share Button

খুলনা ডেস্ক:

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), খুলনার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি আবেদনের সময়সীমা ১৮ জুন ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খুলনার খানজাহান আলী থানার শিরোমণিতে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং এবং নন-ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি কার্যক্রম চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের আগ্রহ এবং ভর্তিপ্রক্রিয়াকে আরও সহজ করতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীরা ঘরে বসেই স্মার্টফোন বা ল্যাপটপ ব্যবহার করে আবেদন করতে পারবে।

ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ। এছাড়া, নন-ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে রয়েছে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও ইংরেজি বিভাগ। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা নন-ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে আবেদন করতে পারবে। জিসিই এ লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্যও আবেদন করার সুযোগ রয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীরা ঢাকা অথবা খুলনা—এই দুটি কেন্দ্রের মধ্যে একটি পছন্দ করতে পারবে। পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র সম্পর্কে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ভর্তি ফি বাবদ ৭০০ টাকা বিকাশসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে, যা ফেরতযোগ্য নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন শেষ করার আহ্বান জানিয়েছে।



  
  সর্বশেষ
ডয়চে ভেলে’র চোখে তারেক রহমানের দেশে ফেরা
বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com