শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * খাদ্য মন্ত্রণালয়ের কোটিপতি ড্রাইভার সাইফুল চালাচ্ছে মোল্লা বনাজী, জনস্বাস্থ্যে হুমকি   * রসায়নে নোবেল পেলেন গুগলের দুই বিজ্ঞানীসহ ৩ জন   * ১৪ বছরে সড়ক উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ৫০ হাজার কোটি টাকা   * আ. লীগ শাসনামলে চরফ্যাশন-মনপুরার ত্রাসের সাম্রাজ্যের সম্রাট ছিলেন জ্যাকব   * সম্পদের নেশায় মজে থাকা পুলিশের ডিআইজি জামিল   * নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ: জামায়াতের আমির   * কৃষি মন্ত্রণালয়, বিএডিসির কারসাজি ॥ ৯৫০ টাকার সার কৃষক কিনছে ১৩৫০ টাকায়   * শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে জাতীয় নাগরিক কমিটির অভিযোগ   * দুর্বল ৪ ব্যাংক পেলো ৯৪৫ কোটি টাকা   * শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সহ গ্রেপ্তার ৪  

   খেলাধূলা
নারী টেস্ট ক্রিকেটের ৯০ বছরের রেকর্ড ভাঙলো ভারত
  Date : 29-06-2024
Share Button

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক নারী টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লো ভারত। গেল ৯০ বছরের নারী টেস্ট ক্রিকেটে কোনো দল যা করতে পারেনি, আজ শনিবার সেটিই করে দেখিয়েছে ভারতীয়রা। এক ইনিংসে ৬০০ রানের কোটা পার করেছে তারা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে একমাত্র টেস্টে ৬ উইকেটে ৬০৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। এতে নারী ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান তোলার রেকর্ড করে হারমানপ্রিতের দল।

এর আগে এই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ৯ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। আজ অসিদের সেই রেকর্ড ভেঙে দেয় ভারত।

ভারতের রানপাহাড়ে চড়ার পেছনে কৃতিত্ব দিতে হবে দুই ওপেনারকে। টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৯২ রান করেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। নারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি সবচেয়ে বড় উদ্বোধনী জুটি।

এদিন নারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড করেন শেফালি। এর আগে চলতি বছরের শুরুর দিকে ২৪৮ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যানাবেল সাথারল্যান্ড।

এছাড়া মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েন শেফালি। শেষ পর্যন্ত ১৯৭ বলে ২০৫ রানের ইনিংস খেলে অপ্রত্যাশিত রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরত যান তিনি।

আরেক ওপেনার মান্দানা করেন ১৬১ বলে ১৪৯ রান। ২৭ বাউন্ডারি আর ১ ছক্কায় ইনিংস সাজিয়ে ডেলমি টাকারের বলে ডার্কসেনের হাতে ক্যাচ হন তিনি।

এছাড়া ৯৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন জেমিনা রদ্রিগেজ। অধিনায়ক হারমানপ্রিত কাউর করেন ১১৫ বলে ৬৯ রান। ৯০ বলে ৮৬ রানের আরও একটি দুর্দান্ত ইনিংস খেলে রিচা ঘোষ এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে ইনিংস ঘোষণা করে ভারত।



  
  সর্বশেষ
রসায়নে নোবেল পেলেন গুগলের দুই বিজ্ঞানীসহ ৩ জন
সম্পদের নেশায় মজে থাকা পুলিশের ডিআইজি জামিল
শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে জাতীয় নাগরিক কমিটির অভিযোগ
দুর্বল ৪ ব্যাংক পেলো ৯৪৫ কোটি টাকা

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com