|
সিংহের সঙ্গে সেলফির মজাই আলাদা |
|
|
|
|
|
অনলাইন ডেস্ক সিংহের সঙ্গে সেলফি তোলারচেষ্টা করেছিলেন প্রহ্লাদ নামে এক যুবক। পরে সেটির আক্রমণের শিকার হয়ে প্রাণ গেল ওই যুবকের। গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ভারতের হায়দরাবাদের তিরুপতি চিড়িয়াখানার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তথ্যে জানা গেছে, ২৫ ফুট লম্বা দেয়াল টপকে সিংহের খাঁচায় ঢুকে পড়েন রাজস্থানের আলওয়ারের বাসিন্দা প্রহ্লাদ গুজ্জর। তিনি একাই চিড়িয়াখানায় গিয়েছিলেন। স্বাভাবিকভাবেই তাকে খাঁচায় ঢুকতে দেখে বাধা দেন কেয়ারটেকার। কিন্তু কোনো বারণের তোয়াক্কা না করেই প্রহ্লাদ চেষ্টা করতে থাকেন সিংহের সঙ্গে সেলফি তোলার। এরপরই ‘ডোঙ্গালপুর’ নামে সেই সিংহ ক্ষতবিক্ষত করে দেয় তাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রহ্লাদের। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে চিড়িয়াখানাজুড়ে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শ্রী ভেঙ্কটেশ্বরা চিড়িয়াখানায় সিংহ রয়েছে তিনটি। ডোঙ্গালপুর ছাড়াও রয়েছে কুমার ও সুন্দরী। আপাতত একটি আলাদা খাঁচায় একা রাখা হয়েছে ডোঙ্গালপুরকে। তাকে পর্যবেক্ষণে রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এদিকে প্রহ্লাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। আপাতত অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের, যা থেকে জানা যাবে প্রহ্লাদ নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কিনা। সূত্র: এনডিটিভি, সংবাদ প্রতিদিন
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস
, অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন
|
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে
মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০।
ফোন: ০১৭২৭২০৮১৩৮,
০১৪০২০৩৮১৮৭
,
০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com
|
|
|
|