বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আমরা তো জোর করে নির্বাচনে যাচ্ছি না : ওবায়দুল কাদের   * বিআরটিএর আরেক পাশ-ফেলের ভয়ঙ্কর গেড়াকল-ঘুষের টাকায় অভাবনীয় পরিমান সম্পদ   * যুক্তরাষ্ট্রের নতুন শ্রম নীতি বাংলাদেশের জন্য কতটা শঙ্কার?   * দেশের সব থানার ওসি বদলির নির্দেশ   * অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ দেখা যাচ্ছে না: টিআইবি   * বিআরটিএর জোয়ারসাহারায় মধু থৈথৈ-সরদার মৌয়ালের চেলাপেলারা গেল কই   * নির্বাচনের ১০ দিন আগেই মাঠে নামছে বিজিবি, থাকবে ১৩ দিন   * এইচএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪   * নির্বাচন স্বচ্ছ করতে যা দরকার, সবই করেছে সরকার : প্রধানমন্ত্রী   * নির্বাচন সংশ্লিষ্ট সহিংস ঘটনা মূল্যায়নে বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র  

   বিশেষ সংবাদ
সর্বাঙ্গের ব্যথায় তেড়া বিআরটিএর-জোয়ারসাহারায় মৌয়ালের রামরাজত্ব
  Date : 16-11-2023
Share Button


ধারাবাহিক প্রতিবেদনের এ পর্বটি লেখার শুরুতে গত মঙ্গলবার ইন্সপেক্টর জিয়ার বক্তব্য জানার জন্য তার মোবাইলে ফোন করার পর না ধরায়,ক্ষুদে বার্তা পাঠান এ প্রতিবেদক। তাতে তিনি সরাসরি কোন প্রতিক্রিয় না জানিয়ে লিপ্ত হন চক্রান্তে। চলে পোষা দালাল লাগিয়ে বিষয়টি দমানোসহ প্রতিবেদককে হয়রানিতে ফেলতে চালানো হয় হীন তৎপরতা।
বিশেষ প্রতিবেদক
কথায় আছে না-মধুর লোভে মৌয়াল পাগল। সে যেমন সব ভুলে ঘুরেফিরে ওই বাগানেই ঢুকে পড়ে। চালায় রামরাজত্ব। যেখানে আছে-মধু,মানে টেকা। ঠিক তেমনি-শত আপত্তি-বিপত্তিসহ সমালোচনা ঠেলে জিয়া নামের বিআরটিএর জনৈক কর্মকর্তা দীর্ঘ সময় ধরে মধুর বাগান,মানে ধান্ধার খোলা বাজার ইকুরিয়া ও মিরপুর দিয়ে বাউলি খেয়ে সর্বশেষ মিরপুর ঘাটি গেড়েছেন। যা ঘিরে বরাবরই নানা অভিযোগ ও আপত্তি থাকা সত্বেও তিনি অদৃশ্য শক্তির বলে শত মৌয়ালের সরদার সেজে মধুর লোভে (কাড়িকাড়ি টাকা) থোড়াইকেয়ার ভাবে তৎপর রয়েছেন। আর এতে ভুক্তভোগীসহ সুবিধা বঞ্চিতদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে সংশ্লিস্ট সুত্রে জানা গেছে।
সুত্রে আরো জানা গেছে, সর্বাঙ্গে ব্যথায় তেড়া সেই বিআরটিএর ইন্সপেক্টর (মোটরযান পরিদর্শক) পদমর্যাদার কর্মকর্তা জিয়া দীর্ঘদিন ধরেই পাশ-ফেলের সেই গেড়াঁকলের হোতাগিরিতে নির্বিঘ্নে বহাল থাকছেন। প্রায় বছর চারেক ধরে ইকুরিয়ার পর মিরপুর বিআরটিএর পাশ-ফেলে গেড়াঁকলের চালকের দায়িত্বে রয়েছেন তিনি। শত খানেকেরও বেশী দালাল রেখে খিলক্ষেতস্থ (জোয়ারসাহারা) লাইসেন্সের বোর্ড নামধারী ওই পাশ-ফেলে গেড়াঁকলে গ্রাহকদের আটকে ঘুষ আদায়ে রয়েছেন সক্রিয়। আর অনেক আগে গুছিয়ে নিয়েছেন আখের,মালিক হয়েছেন অভানীয় সম্পদের মালিক। সেই বলেই কব্জায় রেখেছেন অবৈধ টাকার কারখানারুপি পাশ-ফেল গেড়াকলের সরদারি ধরে রাখার সব উপকরন।


আরো জানা গেছে, মঙ্খম ম্যানেজবাজ ইন্সপেক্টর জিয়া বিআরটিএর ইকুরিয়া ও মিরপুরের ড্রাইভিং লাইসেন্সের পরিক্ষার বোর্ড নামের সেই গেড়াঁকলের হোতাগিরিতে বরাবরই বেশ পরিচিত নাম। আর এতে এযাবৎ ছোটখাট অনেক ঝাপটাও যায় তার (ইন্সপেক্টর জিয়ার) ওপর দিয়ে। তবে সর্বশেষ মাস কয়েক আগের এক ঝাপটায় ওই মিরপুর মানে-খিলক্ষেতের পরীক্ষার বোর্ডর ওই পাশ-ফেলের গেড়াঁকলের মধুর কারিগরি ছাড়তে বাধ্য হন তিনি। কিন্তু তাও সামলে মাস চারের মাথায় ফের সেখানেই ঢুকে পড়েন। কৌশলে হস্তগত করেন-ওই গেড়াঁকলের চাবিকাঠি। আর এতে সম্প্রতি সার্কেলগুলোর ওই পাশ-ফেলের গেড়াঁকলের হোতা কুশিলবদের একজন হয়ে ইন্সপেক্টর জিয়া খিলক্ষেতস্থ ওই পাশ-ফেলের গেড়াঁকলের ধান্ধাবাজিতে মত্ত থাকায় তাকে ঘিরে চলছে নানা অভিযোগের কানাঘুষা। একটানা বিগত তিন-চার বছর খিলক্ষেতের (জোয়ারসাহারা) পরীক্ষার বোর্ড নামের ওই পাশ-ফেল গেড়াঁকলের সর্বসের্বা হয়ে যেমন-হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা,তেমনি তৈরী করেছেন ভেতর-বাহিরের নানা কেসেমেরের রক্ষাকবজ। থেকেছেন ঘুষ আদায়ে বেপরোয়া। তারপরও পার পাননি তিনি। সমালোচনার তোপে মাস চারেক আগে মধুর বাগান মিরপুরস্থ খিলক্ষেত ছাড়তে হয়েছে তাকে,ঠিকই কিন্তু নাছোড় বান্দা তিনি (জিয়া) ছাড়েননি খিলক্ষেত। সব ম্যানেজ করে চোখের নিমিষেইসেখানে হাজির হয়ে হস্তগত করেন গেড়াঁকলের চাবিকাটি। মরিয়া হয়ে ওঠেন গ্রাহক (ডাইভিং লাইসেন্সের পরীক্ষার্থী) জিম্মি করে নির্বিঘ্ন ঘুষবাজিতে। আর নিয়ে এ ধারাবাহিক প্রতিবেদনের এ পর্বটি লেখার শুরুতে গত মঙ্গলবার ইন্সপেক্টর জিয়ার বক্তব্য জানার জন্য তার মোবাইলে ফোন করার পর না ধরায় ক্ষুদে বার্তা পাঠান এ প্রতিবেদক। তাতে তিনি সরাসরি কোন প্রতিক্রিয় না জানিয়ে লিপ্ত হন চক্রান্তে। চলে পোষা দালাল লাগিয়ে বিষয়টি দমানোসহ প্রতিবেদককে হয়রানিতে ফেলতে চালানো হীনতৎপরতা। বিস্তারিত এরপর



  
  সর্বশেষ
১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না : ওবায়দুল কাদের
বিরোধীদলীয় নেতাকর্মী গ্রেফতারের বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র
হাইকোর্টের মন্তব্য-আল্লাহর হুকুমে নির্বাচন হচ্ছে
যুক্তরাষ্ট্রের নতুন শ্রম নীতি বাংলাদেশের জন্য কতটা শঙ্কার?

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com