নজরুল শেখ, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা র ৪ নং গাজীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে কিছু অসাধু ইউপি সদস্য, তার কাছে কিছু টাকা দাবি করে বলে জানিয়েছেন তিনি। এ দাবি চেয়ারম্যান না মানায় তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয় বলে জানিয়েছেন তিনি।
এ বিষয় চেয়ারম্যান`র কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে যে, প্রস্তাব রেখেছে সে কথা আমি রাখতে পারবো না এবং জনগণের অধিকার আমি নষ্ট করতে পারবো না। চেয়ারম্যান বলেন, আমি স্বতন্ত্র চেয়ারম্যান, জনগণ আমাকে যদি ভাল না বাসতো তাহলে ২ বার চেয়ারম্যান হতে পারতাম না ;কিছু কু চক্র আমার পিছু লেগেছে তবে জনগন আমার ভরসা।
এক্ষেত্রে চেয়ারম্যান ICT অনুযায়ী মামলা করবেন বলে জানিয়েছেন।