জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এ দেশ আমাদের ঠিকানা, আমাদের কোনো মামা খালুর দেশ নাই, বেগম পাড়া নাই। আমাদের পাড়া একটাই, এটি আমাদের গর্বের বাংলাদেশ। আধিপত্যবাদ বিরোধী, চাঁদাবাজ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, মামলাবাজ বিরোধী একটি সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশ আজ একাট্টা হয়েছে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় এস তিনি এসব কথা বলেন।
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দীকির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, জামায়াতে ইসলামীর কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইয়াসিন আরাফাত, ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম প্রমুখ।
শফিক রহমান আরও বলেন দফায় দফায় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগে সাজানো সাক্ষী, পাতানো আদালত দিয়ে হত্যা করা হয়েছে। জামায়াত কারো কাছে মাথা নত করে নাই। কারো দয়া ও অনুকম্প কামনা করে নাই। হাজার কর্মী ও সহকর্মীকে হারিয়েছে মাথা নত করে নাই। কোনো চোখ রাঙানিকে পরোয়া করে নাই। দেশ ছেড়েও পালাই নাই।
জামায়াত আমির আরও বলেন, যারা মা বোনদের গায়ে হাত দিয়ে লাঞ্ছিত করছে তাদের কাছে নিজের মা-বোনেরাও নিরাপদ নয়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশের কোথাও অগ্রিম চাঁদাবাজি শুরু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।