শনিবার, জানুয়ারী ৩১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
মিয়ানমারে নির্বাচন চলাকালে জান্তার বিমান হামলায় নিহত ১৭০
  Date : 31-01-2026
Share Button

মিয়ানমারে সামরিক জান্তা নিয়ন্ত্রিত তিন দফার বিতর্কিত নির্বাচন চলাকালীন ভয়াবহ বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

গত বছরের ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত চলা এই নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময়কালে জান্তা বাহিনী অন্তত ৪০৮টি আকাশপথে হামলা চালিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দফতর শুক্রবার (৩০ জানুয়ারি) জেনেভায় এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এই নির্বাচনকে `সামরিক বাহিনীর সাজানো নাটক` হিসেবে অভিহিত করেছেন।

তিনি জানান, সংঘাতকবলিত এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার বদলে জান্তা বাহিনী নির্বিচারে হামলা চালিয়েছে। বিশেষ করে গত ২২ জানুয়ারি কাচিন রাজ্যের ভামো টাউনশিপের একটি জনবহুল এলাকায় চালানো বিমান হামলায় নারী ও শিশুসহ প্রায় ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মানবাধিকার কর্মীদের মতে, অনেক নাগরিক জীবননাশের ভয়ে বা জান্তার চাপের মুখে ভোট দিতে বাধ্য হয়েছেন, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাগরিক ও রাজনৈতিক অধিকারের পরিপন্থী।

মিয়ানমারের সামরিক জান্তা সমর্থিত দল ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (ইউএসডিপি) এই নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে এই নির্বাচনকে শুরু থেকেই ‘প্রহসন’ বলে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী।

অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) নির্বাচনে অংশ নিতে না দেওয়া এবং সংখ্যালঘু রোহিঙ্গা ও বাস্তুচ্যুত লাখ লাখ মানুষকে ভোটাধিকার বঞ্চিত করার মাধ্যমে জান্তা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার দলের প্রধান জেমস রোডহ্যাভার জানিয়েছেন, প্রকৃত নিহতের সংখ্যা ১৭০-এর চেয়ে অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবং জান্তার ভয়ে স্থানীয়রা তথ্য দিতে সাহস না পাওয়ায় হতাহতের পূর্ণাঙ্গ চিত্র এখনো অস্পষ্ট।

নির্বাচন পরবর্তী দমন-পীড়নের অংশ হিসেবে প্রায় ৪ শতাধিক মানুষকে আটক করার খবরও নিশ্চিত করেছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সূত্র: বিবিসি।

 



  
  সর্বশেষ
নির্বাচন ভন্ডুল করার সম্ভাবনা নেই, যেসব জঙ্গি-সন্ত্রাসী ছিল পালিয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি করল গার্ডিয়ান
আওয়ামী লীগের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনে জিততে পারবে না জামায়াত: হর্ষবর্ধন শ্রিংলা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com