শুক্রবার, জানুয়ারী ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিশেষ সংবাদ
শাহজালাল বিমানবন্দরে ড্রোন উড়ালেই শাস্তি
  Date : 22-01-2026
Share Button

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অনুমোদনহীন ড্রোন উড়ানোর বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এই এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ড্রোন উড়ালে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ড্রোন উড়ানো ঠেকাতে বিমান মন্ত্রণালয় বিমানবন্দরের সীমানার বাইরে বিভিন্ন স্থানে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ও দণ্ডনীয় মর্মে সতর্কীকরণ নোটিশ স্থাপন করতে বলেছে বেবিচককে। এ ছাড়া এন্টি ড্রোন প্রযুক্তি স্থাপনের নির্দেশ দেওয়া হয়।

 

গত ১৩ জানুয়ারি বিমান মন্ত্রণালয় থেকে বেবিচক চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে শাহজালাল বিমানবন্দরের বহিরাঙ্গন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশেষ করে গুরুত্বপূর্ণ ইভেন্ট চলাকালে অনুমতিবিহীন ড্রোন উড্ডয়ন মনিটর করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলেছে।

চিঠিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আশপাশের ড্রোন উড্ডয়ন শনাক্তকরণ ও ড্রোন নিষ্ক্রিয়করণের জন্য বার্ষিক ক্রয় পরিকল্পনায় বরাদ্দ রাখা সাপেক্ষে সরকারি ক্রয় আইন যথাযথভাবে অনুসরণপূর্বক উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রযুক্তি ক্রয়ের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দিয়েছে।

 

এর আগে বেবিচক বিমান মন্ত্রণালয় একটি চিঠি পাঠায় ড্রোন উড্ডয়নের বিষয়ে। তাদের চিঠিতে বলা হয়েছে, বিমানবন্দর ও এর আশপাশের এলাকা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এখানে ড্রোন উড্ডয়ন কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং বেবিচক প্রণীত ‘ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা-২০২০’-এর আলোকে অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন সম্পূর্ণ নিষিদ্ধ।

বেবিচকের চিঠিতে বলা হয়েছে, গত ১৮ ও ১৯ ডিসেম্বর দেশের বিভিন্ন স্বনামধন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় যথাক্রমে স্ক্রল এবং বিজ্ঞপ্তির মাধ্যমে বিমানবন্দর এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ মর্মে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু ১৯ ডিসেম্বর জাতীয় বীর শহীদ ওসমান হাদির লাশ বিমানবন্দরে গ্রহণ করার সময় ৩ জন উপদেষ্টা ও সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে কিছু ইলেকট্রনিক মিডিয়া বিনা অনুমতিতে বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন করে ছবি ধারণ করে। ওই সময় বিমানবন্দরে সব ধরনের বিমান উড্ডয়ন ও অবতরণ চলমান ছিল।

সংশ্লিষ্টরা বলছেন, বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করতে পারে। ড্রোনের সঙ্গে বিমানের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। রানওয়ে ও ট্যাক্সিওয়েতে অনাকাক্সিক্ষত ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে নাশকতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এসব বিবেচনায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে ‘নো-ড্রোন জোন’ হিসেবে ঘোষণা জরুরি হয়ে পড়েছে।

বেবিচক সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বলেন, বিমানবন্দরের আশপাশ এলাকায় অনুমতিহীন ড্রোন উড্ডয়ন ঠেকাতে এন্টি ড্রোন প্রযুক্তি বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তা দ্রুত বাস্তবায়ন করা হবে। অনুমতি ছাড়া বিমানবন্দরের আশপাশ এলাকায় কোনো ড্রোন উড্ডয়ন করতে পারবে না।



  
  সর্বশেষ
সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান
উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে: তারেক রহমান
২০০০ কোটি ডলারের রেকর্ড মাইলফলকে ওপেনএআই
ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com