মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আসিফ নজরুল
  Date : 19-01-2026
Share Button

বাংলাদেশে দীর্ঘ দিনের নির্বাচনহীনতা, দমন-পীড়ন ও ক্ষমতার অপব্যবহারের অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ সোমবার দুপুরে বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তনে ভোটারদের আস্থা বৃদ্ধি ও গণভোট বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি। একটি নির্বাচন হয়েছে রাতের আঁধারে, একটি ডেমি নির্বাচন এবং আরেকটি প্রতিদ্বন্দ্বিতাহীন ভোট। এর মাধ্যমে দেশের মানুষকে টানা ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।’

 

আইন উপদেষ্টা বলেন, স্বৈরাচারী শাসনামলে ক্ষমতাকে পাকাপোক্ত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করা হয়েছে এবং দেশকে বিদেশি স্বার্থের কাছে বিকিয়ে দিয়ে অবৈধভাবে ক্ষমতা ভোগ করা হয়েছে। তবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অসীম আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে।

উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর সরকারের প্রধান তিনটি লক্ষ্য— সংস্কার, বিচার এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

তিনি বলেন, এবারের নির্বাচনে দুটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। প্রথমত, প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। দ্বিতীয়ত, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা দেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন সংযোজন।

আসিফ নজরুল বলেন, ‘গণভোট কোনো রাজনৈতিক দলের চাওয়া নয়, এটি বাংলাদেশের মানুষের চাওয়া। জনগণ চায়—এই দেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ফিরে না আসে। তাই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ব্যাংক লুট ও বিদেশে অর্থ পাচার বন্ধ করতে হলে “হ্যাঁ” ভোট দিতে হবে।’

সবাইকে গণভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যদি শেখ হাসিনা হতে না চান, তাহলে হ্যাঁ’র পক্ষে ভোট দিন। যাকে ইচ্ছা আমরা ভোট দেব— এই অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মো. ইমদাদুল হক, অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বগুড়া। সভা শেষে উপদেষ্টা আসিফ নজরুল বিভিন্ন ছাত্র-ছাত্রীর প্রশ্নের উত্তর দেন। 



  
  সর্বশেষ
রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন: উপদেষ্টা ফাওজুল কবির
মুন্সীগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
ইসি যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল
ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com