মঙ্গলবার, জানুয়ারী ২০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
শব্দদূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগ, ঢাকায় মোটর শোভাযাত্রা
  Date : 18-01-2026
Share Button

রাজধানীতে ক্রমবর্ধমান শব্দদূষণের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে হর্ন ব্যবহারের বিরুদ্ধে ব্যতিক্রমধর্মী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর আওতায় মোটর শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।


বক্তব্যে তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ একসঙ্গে কাজ করলে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী ট্রাফিক পুলিশকে তাৎক্ষণিক জরিমানা করার ক্ষমতা দেওয়া হয়েছে। এই বিধিমালা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব হবে।

সমাবেশে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান বলেন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন আমদানি বন্ধে পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

পরে পুলিশের সুসজ্জিত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান এবং পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন যানবাহন নিয়ে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বের হয়। শোভাযাত্রাটি ফার্মগেট, কারওয়ান বাজার ও সার্ক ফোয়ারা প্রদক্ষিণ করে বিজয় সরণি হয়ে আগারগাঁওয়ের পরিবেশ অধিদপ্তর কার্যালয়ে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ, গ্রীন ভয়েসের সহসমন্বয়ক হুমায়ুন কবিরসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ছাড়া জানানো হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে গত ৫ জানুয়ারি থেকে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ স্থানে টানা ১০ দিন ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।



  
  সর্বশেষ
রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন: উপদেষ্টা ফাওজুল কবির
মুন্সীগঞ্জে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
ইসি যোগ্যতার সঙ্গে কাজ করছে: মির্জা ফখরুল
ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে বাড্ডায় সড়ক অবরোধ, তীব্র যানজট

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com