বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * "তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এখন সময়ের দাবি"   * পুতিনের অপেক্ষায় ১৪০ কোটি ভারতীয়   * নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত   * অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ১০তলা অট্টালিকার মালিক, খোকনের হাতে আলাদিনের চেরাগ।   * বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, আজ দেয়াললিখন কর্মসূচি   * বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ   * খুলনার নতুন কারাগার : বন্দিরা খুশি, কর্তৃপক্ষ বেজার   * তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে, দাবি না মানলে কঠোর কর্মসূচি   * নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, নাকের হাড় ভেঙেছে, মেডিকেল বোর্ড গঠন   * বিকেলে বিজয়নগরে বিক্ষোভ-সমাবেশ করবে গণ অধিকার পরিষদ  

   অপরাধ-দূর্নীতি
খুলনার রূপসায় ইটভাটার আড়ালে কোটি টাকার প্রতারণা
  Date : 03-07-2025
Share Button

খুলনা ডেস্ক:

রূপসা উপজেলায় ইটভাটার আড়ালে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় খুলনার রূপসা উপজেলা পরিষদের সামনে শতাধিক ভুক্তভোগী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। তাদের দাবি—ইটভাটা ব্যবসার নামে প্রতারণা করে প্রায় ৫০০ মানুষের কাছ থেকে অগ্রিম নেওয়া টাকা ফেরত দিতে হবে এবং প্রতারকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্থানীয় ফারুক ব্রিকসের মালিক গোলাম সারোয়ার হাওলাদার এবং তার ম্যানেজার শহীদ মীরের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে ইট সরবরাহের নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা অগ্রিম নিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ করেননি। ক্ষতিগ্রস্তদের দাবি—এই অর্থ দ্রুত ফেরত দিতে হবে এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও মানুষ প্রতারিত হবে। একই সঙ্গে তারা জোর দাবি জানান, প্রতারণার শিকার মানুষের টাকা দ্রুত ফেরতের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত করতে হবে।

রূপসার শ্রীরামপুর গ্রামের ভুক্তভোগী আসলাম শেখের সভাপতিত্বে ও হাসান রশিদের সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তামিম হাসান লিওন ও ফাহাদ গাজী। এ সময় উপস্থিত ছিলেন কানিজ ফাতিমা, আব্বাস শেখ, মো: ফারুক শেখ, ফেরদৌস শেখ, বনি আমিন, আনোয়ার শেখ, ফারুক মোল্লা, শিমুল সিকদার, সোনা, বাবু শেখ, পিন্টু গোপাস দে, সনজয় দত্ত, আব্দুস সামাদ, জিহাদ, ইমরানসহ অনেক ভুক্তভোগী।

বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। তিনি তাদের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ভুক্তভোগীদের অর্থ দ্রুত ফেরতের বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোরালো হস্তক্ষেপ দাবি করছে এলাকাবাসী।



  
  সর্বশেষ
"তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এখন সময়ের দাবি"
নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত
বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, আজ দেয়াললিখন কর্মসূচি
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com