খুলনা ডেস্ক:
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় এক কোটি ৬৩ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ একজন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম মমিন (৩৫), তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের তেঁতুল মন্ডলের ছেলে। বিজিবির ৫৮ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ জুন) রাত ৮টার দিকে ইসলামপুর পিচ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, সীমান্ত পিলার ৬৯/২-এস থেকে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মমিন একটি বাইসাইকেলে করে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৮টি স্বর্ণের বার ও একটি ছোট স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম।
উদ্ধার করা স্বর্ণ ও বাইসাইকেলের মোট বাজারমূল্য এক কোটি ৬৩ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান। রাত সাড়ে বারোটায় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদটি নিশ্চিত করা হয়।
আটক মমিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ আদালতের নির্দেশ অনুযায়ী চুয়াডাঙ্গা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এই অভিযানের মাধ্যমে সীমান্তে স্বর্ণপাচার রোধে বিজিবির তৎপরতা আরও একবার প্রমাণিত হলো।