বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * "তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এখন সময়ের দাবি"   * পুতিনের অপেক্ষায় ১৪০ কোটি ভারতীয়   * নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত   * অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ১০তলা অট্টালিকার মালিক, খোকনের হাতে আলাদিনের চেরাগ।   * বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, আজ দেয়াললিখন কর্মসূচি   * বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ   * খুলনার নতুন কারাগার : বন্দিরা খুশি, কর্তৃপক্ষ বেজার   * তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে, দাবি না মানলে কঠোর কর্মসূচি   * নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, নাকের হাড় ভেঙেছে, মেডিকেল বোর্ড গঠন   * বিকেলে বিজয়নগরে বিক্ষোভ-সমাবেশ করবে গণ অধিকার পরিষদ  

   পাঁচমিশালী
সাক্ষী হিসেবে ইউএনবির সংবাদিক জাহাঙ্গীর আলমকে পুলিশের তলব, ক্র্যাবের নিন্দা
  Date : 20-05-2025
Share Button

বর্তমান দিন প্রতিবেদক: বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তদন্তে সাক্ষী হিসেবে বার্তা সংস্থা ইউএনবির বিশেষ প্রতিনিধি ও ক্র্যাবের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে পুলিশের তলবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।

মঙ্গলবার (২০ মে) ক্র্যাব কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ এক বিবৃতিতে এই নিন্দা জানান।

ক্র্যাব নেতারা বলেন, প্রতিবেদন প্রকাশের জেরে গঠিত তদন্ত কমিটি কোনো প্রতিবেদককে এভাবে তলব করতে পারে না। তারা(পুলিশ) আদালত নন। এটি অগ্রহণযোগ্য। কর্তৃপক্ষ এভাবে তলব না করে গোপনে সাংবাদিকের কাছে তথ্য-প্রমাণ চাইতে পারেন।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পাঠানো ট্রাফিক পুলিশের চিঠিতে দেখা যায়, মো. মিনার হোসেন ফাহিম নামের এক ব্যক্তি ডিএমপির এসআই মেহেদী হাসান মিলন, এএসআই মো. শফিরুল ইসলাম ও কনস্টেবল গোলাম মোস্তফার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগ তদন্তে ২০ মে সকাল ১০টায় মিরপুর ট্রাফিক পুলিশের অভিযোগ অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানার কার্যালয়ে সাক্ষী হিসেবে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে নিজ আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র ও সাক্ষ্য প্রমাণসহ হাজির থাকার অনুরোধ জানায় পুলিশ।

তদন্তকারী কর্মকর্তার দপ্তর থেকে এর আগে নোটিশ ছাড়াই দুবার ফোনে যোগাযোগ করে দপ্তরের হাজির হয়ে সাক্ষী দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম।

পুলিশকে তিনি জানিয়েছেন, ‘তিনি ঘটনাটি ফাহিমের মুখ থেকে শুনেছেন। ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। এখানে সাক্ষী দেওয়ার কিছু নেই। তা সত্ত্বেও মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় কর্মকর্তা দপ্তরের হাজির হয়ে সাক্ষী দেওয়ার জন্য নোটিশ পাঠনো হয়েছে।’

জাহাঙ্গীর আলম জানান, তিনি আজ বেলা ১১টা ৫২ মিনিটে শাজাহানপুর থানা থেকে একটা ফোন পান। পুলিশ কর্মকর্তা তাকে সন্ধ্যায় থানায় গিয়ে চিঠিটি গ্রহণ করতে বলেন। যদিও হাজির হওয়ার সময় দিয়েছে সকল ১০টা।’

ক্র্যাব নেতারা বলেন, সাংবাদিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তদন্তকারী কর্মকর্তার দপ্তরে উপস্থিত হওয়ার নোটিশ স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। ডিএমপির এ ধরনের নোটিশ অত্যন্ত দুঃখজনক এবং মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার পরিপন্থি। অবিলম্বে এ নোটিশ প্রত্যাহারের দাবি জানান ক্র্যাব নেতারা৷



  
  সর্বশেষ
"তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এখন সময়ের দাবি"
নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত
বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, আজ দেয়াললিখন কর্মসূচি
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com