শনিবার, জুলাই ১২, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * খুলনায় আজ প্রবেশ করছে এনসিপির জুলাই পদযাত্রা, দুটি পথসভা অনুষ্ঠিত হবে   * এসএসসি রেজাল্টে ১৫ বছরের রেকর্ড ভেঙে সর্বনিম্ন পাস, শুরু পুনর্নিরীক্ষা আবেদন   * খুলনায় দৌলতপুরে যুবদল নেতাকে নির্মমভাবে হত্যা   * ফেনীতে বন্যার পানিতে গৃহহীন, গবাদিপশু নিয়ে ছাদে আশ্রয় হাজারো মানুষের   * মৌলভীবাজারে সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় ৪ জনের মৃত্যু, একজন হাসপাতালে   * চুয়াডাঙ্গায় এনসিপির পথসভা: সব ধর্ম-বর্ণের মানুষের রাষ্ট্র গড়ার অঙ্গীকার   * দুই বাসের পাল্লাপাল্লিতে নিহত বাবা, সন্তান হাসপাতালে ক্যানসারে আক্রান্ত   * বিক্ষোভে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, ফাঁস হওয়া অডিওতে প্রমাণ   * খুলনায় জলাবদ্ধতা: ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনায় ক্ষুব্ধ নগরবাসী   * মোংলা-ঢাকা রুটে ট্রেন চালুর দাবিতে মানববন্ধন, জনদুর্ভোগের অভিযোগ  

   আন্তর্জাতিক
ফের লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ২
  Date : 02-09-2024
Share Button

অনলাইন ডেস্ক:

ফের লেবাননে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে দুজন নিহত হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাকুরার কাছে ওই হামলা চালানো হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

তবে ইসরায়েলি হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। লেবাননের গণমাধ্যমের খবরে বলা হয়েছে একটি যানবাহনে ওই হামলা চালানো হয়। ইসরায়েলি বাহিনীও রাতভর হামলার বিষয়টি নিশ্চিত করেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সামরিক ভবনে এসব হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। একদিকে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী। অপরদিকে পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহও দফায় দফায় রকেট ছুড়ছে। ফলে দু’পক্ষের মধ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।

কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্রসম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হলো লেবাননভিত্তিক হিজবুল্লাহ সংগঠন। মূলত এ ধরনের বাহিনীগুলোর মধ্যে তারাই সবচেয়ে শক্তিশালী এবং তাদের অর্থ ও অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইরান।

হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসরুল্লাহর দাবি অনুযায়ী, তাদের প্রায় এক লাখ যোদ্ধা আছেন। যদিও বিভিন্ন নিরপেক্ষ সূত্রে এই সংখ্যাটা ২০ থেকে ৫০ হাজারের মধ্যে বলে মনে করা হয়।

হিজবুল্লাহর এই সদস্যরা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতাও আছে। এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধেও লড়াই করেছেন।

স্ট্র্যাটেজিক থিঙ্কট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসেব অনুযায়ী, হিজবুল্লাহর কাছে প্রায় ১ লাখ ৩০ হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র আছে। তাদের এই অস্ত্রভাণ্ডারের বেশির ভাগই ছোট আকারের আনগাইডেড ভূমি-থেকে-ভূমি আর্টিলারি রকেট।

তবে হিজবুল্লাহর বিমান ও রণতরী-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে বলেও ধারণা করা হয়। তাছাড়া তাদের বেশ কিছু ‘গাইডেড’ ক্ষেপণাস্ত্রও আছে যেগুলো ইসরায়েলের অনেক ভেতরে গিয়েও আঘাত হানতে সক্ষম।

গাজা ভূখণ্ডে হামাসের হাতে যে ধরনের অস্ত্রশস্ত্র রয়েছে তার তুলনায় হিজবুল্লাহর এই অস্ত্রভাণ্ডার অনেক বেশি আধুনিক ও বিধ্বংসী।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় থেকেই হামাসের প্রতি পূর্ণ সমর্থন দেখিয়ে ইসরায়েলে হামলা চালানো শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফলে সহিংসতার মাত্রা বেড়েছে ইসরায়েল-লেবানন সীমান্তেও।



  
  সর্বশেষ
খুলনায় আজ প্রবেশ করছে এনসিপির জুলাই পদযাত্রা, দুটি পথসভা অনুষ্ঠিত হবে
এসএসসি রেজাল্টে ১৫ বছরের রেকর্ড ভেঙে সর্বনিম্ন পাস, শুরু পুনর্নিরীক্ষা আবেদন
খুলনায় দৌলতপুরে যুবদল নেতাকে নির্মমভাবে হত্যা
ফেনীতে বন্যার পানিতে গৃহহীন, গবাদিপশু নিয়ে ছাদে আশ্রয় হাজারো মানুষের

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com