রবিবার, নভেম্বর ৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * দুর্নীতি-দুঃশাসনের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি: জামায়াত আমির   * ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের সংবর্ধনায় লাখো মানুষের ঢল   * ভোলার রাজনীতিতে জমে উঠেছে নির্বাচনী সমীকরণ: একাধিক প্রার্থী নিয়ে বিএনপিতে অস্থিরতা, আত্মবিশ্বাসী জামায়াত   * নভেম্বরে গণভোটের প্রস্তাব জামায়াতের   * ভাঙ্গায় মাদ্রাসা কর্মচারীকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেল   * আবদুল আউয়াল মিন্টু পেলেন ‘টপ অ্যাগ্রি-ফুড পাইওনিয়ার–২০২৫’ সম্মাননা   * ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়ার ‘শান্তিচুক্তি’ সই   * বাংলাদেশ রেজোনেয়ারের সাইবার বুলিং বিষয়ে সচেতনতামূলক সেমিনার   * নড়িয়ায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি রিপন পেদার আগমন উপলক্ষে গণসংযোগ   * ১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা  

   রাজনীতি
রাজনীতিকে মানুষের মনে গেঁথে দিতে হবে: আলাল
  Date : 11-11-2024
Share Button

অনলাইন ডেস্ক:

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ব্যানার ও ফেস্টুন সরিয়ে রাজনীতিকে মানুষের মনের মধ্যে গেঁথে দিতে হবে। কারণ, রাজনীতি শুধু সংগ্রাম ও লড়াইয়ের নয়।

রোববার (১০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নাগরিক ফোরামের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা, জুলাই গণঅভ্যুত্থান প্রেক্ষিত আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, যুবকের শক্তি আর বয়স্কের মস্তিষ্ক একসঙ্গে করলে পৃথিবীতে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। এ কাজটি জাতির জন্য এ মুহূর্তে প্রয়োজন।

তিনি বলেন, শহীদ নূর হোসেন স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক জীবন্ত পোস্টার। নূর হোসেন কোনো ব্যক্তি বা দলের সম্পদ নন, তিনি বাংলাদেশের মানুষের গর্বের প্রতীক।
বিশ্লেষক, রাজনীতিবিদ ও গবেষকদের উদ্ধৃত করে তিনি বলেন, সবাই বলছে বিএনপির মধ্যে স্বতঃস্ফূর্তভাবে অভাবনীয় পরিবর্তন এসেছে।

যুবদলের সাবেক এ সভাপতি বলেন, বিএনপির ৩১ দফা যে রূপরেখা কর্মসূচি আমরা দিয়েছি তার প্রাথমিক পদক্ষেপগুলো দেওয়া শুরু করেছি। মহানগর উত্তর ও দক্ষিণে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে, এলাকায় যত ব্যানার-ফেস্টুন আছে সব সরিয়ে অবিলম্বে পরিষ্কার করতে হবে। রাজনীতিকে মানুষের মনের মধ্যে গেঁথে দিতে হবে। রাজনীতি শুধু সংগ্রাম ও লড়াইয়ের না।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে বিএনপির ৪২২ জন নেতাকর্মী নিহত হয়েছে। খালেদা জিয়া থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। আদালতের বারান্দায় হাঁটতে হাঁটতে অনেকের জীবন শেষ হয়ে গেছে। একেকজনের নামে দু-তিনশো করে মামলা। কিন্তু আমরা পিছু হটিনি।

জাতীয় নাগরিক ফোরামের চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দোলা, সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমলেন্দু দাস অপু, কৃষক দল নেতা এসকে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।



  
  সর্বশেষ
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা
প্রাণ-আরএফএল’র ভিশন এসি বিস্ফোরণে দগ্ধ ৪, ব্যবহারকারীরা আতঙ্কে
অপরাধের অভয়ারণ্য গুলশান-বনানী-বারিধারা
শেরপুর সদর ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com