|
আশুলিয়ায় একই পরিবারের তিনজন খুন,ঠাকুরগাঁয়ে শোকের মাতাম |
|
|
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের গরুড়ায় নিহত বাবুলের বাড়িতে শোকের মাতাম। পীরগঞ্জ কোষারানীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাজান উদ্দিন বলেন, ঢাকা থেকে সকালে তিনজনের লাশ গ্রামের বাড়িতে পৌছাঁয়। এ ঘটনায় এলাকার মানুষ শোকাহত। আমরা দ্রুত দাফনের কাজ সম্পন্ন করবো। স্বজনরা জানান, সকাল ১০টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি তিনজনের দাফন হবে। উল্লেখ্য, ঢাকার সাভারের আশুলিয়ায় ৬ তলা ভবনের একটি ফ্ল্যাটে ঢুকে গার্মেন্টস শ্রমিক স্বামী-স্ত্রী ও তাদের ১২ বছরের ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের জামগড়া ফকির বাড়ি মোড়ের মেহেদী হাসানের ছয়তলা বাড়ির চার তলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে পাশের ফ্ল্যাটের এক নারী দরজায় ধাক্কা দেওয়ায় সেটি খুলে যায়। ওই নারী বিছানায় মা-ছেলের মরদেহ দেখতে পান। এ সময় ওই নারী চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা এসে থানায় খবর দেন। এরপর ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিচয় শনাক্ত করে পুলিশ।
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক: মতিউর রহমান
, সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com
|
|
|
|