নজরুল শেখ,স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয় ও ফুলসূতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল এই শ্লোলগানকে প্রধান্য দিয়ে ২৬ ফেব্রুয়ারী রবিবার সকাল ৮ ঘটিকায় বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ নসরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের এমপি জাতীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারি বেনজির আহম্মেদ রায়হান, ফুলসূতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপা ঘোষ, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ লস্কার, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান এলাহি, মানোয়ার হোসে সহ গন্যমান্য বক্তিবর্গ। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু।