স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের ঢাকা মহানগর উত্তর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বাক্ষরিত একটি পরিপত্রে ৪৩ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দলের সভাপতি মো. সালাউদ্দিন খান (পিপিএম), সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন সরদার, সাংগঠনিক সম্পাদক মো. মো. খলিলুর রহমান নয়ন সহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিত সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মহানগর উত্তরের নতুন এই কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আগামী তিন মাসের মধ্যে মহানগর উত্তর এর সকল থানা কমিটি গঠন করে পরবর্তীতে মহানগর পূর্ণাঙ্গ দেওয়া হবে বলে জানানো হয়।
ঘোষিত কমিটিতে শেখ নিজাম উদ্দিন (নিরু)কে আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম। যৌথ আহ্বায়ক হিসেবে রয়েছেন এ আর আশিক চৌধুরী, মঞ্জিল হোসেন (রাতুল), সৈয়দ একরাম উদ্দীন মঞ্জু, মোঃ আলী হোসেন, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মনিরুল ইসরাম মাহামুদ মিয়া, মোঃ হিরু জোয়ার্দার, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ নজরুল ইসলাম, মোঃ রাসেল মাহামুদ, মোঃ বাবুর সরদার, মোঃ ওবায়দুর রহমান,মোঃ রিয়াজ মোল্লাহ, মোঃ নাজির হোসেন, রাজা মাহামুদ, মোঃ বাবুল, মোঃ ফারুক হোসেন, মোঃ মাহাবুব হাওলাদার,আব্দুস সালাম (নেসারিয়া), রিনা আউয়াল,
জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন খান পিপিএম এবং এই কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন সরদার স্বাক্ষরিত পরিপত্রে ৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ হয়। পরিপত্রে প্রতিটি সদস্যের নাম, পদবী ও মোবাইল নম্বর প্রকাশ করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তরে কর্মজীবী দলের ৪৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন সৈয়দ জিয়াউল হক। এর মধ্যে ২১ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন মোঃ সাদ্দাম হোসেন তুরিন, মোঃ আশিক উল্লাহ (সাদী), মোঃ হানিফ মৃধা, মোঃ খোকন শিকদার, মোঃ জাকির হোসেন, মোঃ জসিম হাওলাদার, মোঃ সোহাগ, মোঃ রাসেল, মোঃ সোহেল দেওয়ান, মোঃ আনিসুর রহমান, মোঃ মামুন বেপারী, নোমান আহমেদ, মোঃ আজাদ, মোঃ না্ইমুল ইসলাম, মোঃ শাওন মোল্লা, মোঃ মামুন সরদার, মোঃ মনির সরদার, মোঃ মশিউউর রহমান, মোঃ মানিক মিয়া, সাবিতা দাস।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত আহ্বায়ক কমিটি ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবে এবং দলীয় কর্মসূচি বেগবান করবে।