বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “পাঁচ আগস্টের অর্জন আমাদের রক্ষা করতে হবে। নিজেদের মধ্যে ক্ষুদ্র বিবাদে জড়িয়ে যেন ফ্যাসিবাদের পথ মসৃণ না করি।” তিনি আরও বলেন, “গত ১৬ বছর ধরে শেখ হাসিনার শাসনামলে দেশে ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। আমরা আর ফ্যাসিবাদ চাই না।”
রবিবার (২৫ আগস্ট) রাজধানীতে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। জিয়া পরিষদের আয়োজনে রিকশা ও ভ্যানচালকদের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়।
এসময় তিনি অভিযোগ করেন, দেশে কর্মসংস্থানের অভাব প্রকট হয়ে উঠেছে এবং দুর্ভিক্ষের পূর্বাভাস দেখা দিচ্ছে। বহু মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় লক্ষাধিক মানুষ বেকার হয়ে পড়েছে।
সংবিধান পরিবর্তনের বিষয়ে রিজভী বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি সংবিধান পরিবর্তন প্রয়োজন হয়, সেটা করবে জনগণের নির্বাচিত সরকার। তবে তার আগে প্রয়োজন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।”