|
বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও ৫ দিন |
|
|
|
|
|
সারা দেশে কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাতের প্রভাব অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন পর্যন্ত বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বজায় থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারি বা অতি ভারি বর্ষণ।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর হাতিয়ায়—১৩০ মিলিমিটার। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮৪ মিলিমিটার, মাইজদীকোর্টে ৫৭, রামগতিতে ৪৬, চাঁদপুরে ৪৪, বাঘাবাড়ীতে ৩৭ এবং পটুয়াখালীতে ৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বর্তমানে মৌসুমি বায়ু দেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে ২৫ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী কয়েকদিনের পূর্বাভাস:
-
২৫ আগস্ট (রবিবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
-
২৬ আগস্ট (সোমবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায়, এবং ঢাকা, খুলনা ও বরিশালে কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
-
২৭ আগস্ট (মঙ্গলবার): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-একটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
-
২৮ আগস্ট (বুধবার): চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ স্থানে, ময়মনসিংহ, ঢাকা ও বরিশালের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী ও খুলনার কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
-
২৯ আগস্ট (বৃহস্পতিবার): রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৫ দিনের শেষে দিকে কিছুটা কমে আসতে পারে। তবে এর মধ্যেই ভারি বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কাও থেকে যাচ্ছে।
সতর্কতা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষিতে জনগণকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে উপকূলীয় ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের।
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক: মতিউর রহমান
, সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com
|
|
|
|