খুলনার সাচিবুনিয়া বিশ্বরোড এলাকা থেকে এক হাজার ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, লবণচরা থানার নিজখামার কালীতলা এলাকার মো. রিয়াদ (পিতা: আ. কালাম) এবং সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার মো. পারভেজ (পিতা: মুক্তার হাওলাদার)।
লবণচরা থানার এসআই প্রদীপ বৈদ্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, খুলনাগামী একটি যাত্রীবাহী বাসে মাদকের চালান আসছে। সেই অনুযায়ী সাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়।
তিনি বলেন, “সকাল থেকেই বিভিন্ন বাস তল্লাশি চলছিল। বেলা ১১টার দিকে টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি এসি বাস থেকে দুই ব্যক্তি নেমে পাশের সড়কে ঢোকার চেষ্টা করলে সন্দেহ হয়। পরে তাদের আটক করে একজনের ব্যাগ তল্লাশি করে ইয়াবার চালান উদ্ধার করা হয়।”
গ্রেপ্তার দুইজনকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।