বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * "তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এখন সময়ের দাবি"   * পুতিনের অপেক্ষায় ১৪০ কোটি ভারতীয়   * নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত   * অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ১০তলা অট্টালিকার মালিক, খোকনের হাতে আলাদিনের চেরাগ।   * বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, আজ দেয়াললিখন কর্মসূচি   * বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ   * খুলনার নতুন কারাগার : বন্দিরা খুশি, কর্তৃপক্ষ বেজার   * তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ চলছে, দাবি না মানলে কঠোর কর্মসূচি   * নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, নাকের হাড় ভেঙেছে, মেডিকেল বোর্ড গঠন   * বিকেলে বিজয়নগরে বিক্ষোভ-সমাবেশ করবে গণ অধিকার পরিষদ  

   জাতীয়
তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ
  Date : 13-08-2025
Share Button

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সম্প্রতি নিউইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা অনলাইনের এক টকশোতে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

আসিফ মাহমুদ বলেন, “২০১৮ সাল থেকে আমি রাজনীতির সঙ্গে জড়িত। যেহেতু আমি একজন রাজনীতিক, তাই নির্বাচনকালীন সরকারে থাকা অনুচিত। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই আমি পদত্যাগ করব।”

তবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়া বা জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদানের বিষয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেননি তিনি। জুলাই আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিত এই উপদেষ্টা জানান, সরকারে থাকা তাঁর লক্ষ্য নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে এগিয়ে নেওয়াই তাঁর মূল উদ্দেশ্য।

টকশোতে তিনি বলেন, “আমার কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এখনো বাকি রয়েছে। এর মধ্যে অন্যতম হলো স্থানীয় সরকার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন এবং ‘জুলাই সনদ’ প্রকাশ।” তিনি জানান, এসব দায়িত্ব সম্পন্ন না করতে পারলে তিনি ঐতিহাসিকভাবে দায়বদ্ধ থাকবেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের শুরুর সময় কিছু মতবিরোধের কথাও স্বীকার করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “সরকার গঠনের আগে সেনাপ্রধান অধ্যাপক ড. ইউনূসকে সরকারপ্রধান হিসেবে মানতে রাজি ছিলেন না। তার যুক্তি ছিল, আওয়ামী লীগের সমর্থকরা ইউনূসকে মেনে নেবে না। যদিও পরে তিনি মেনে নেন, কিন্তু ‘বুকে পাথরচাপা’ দেওয়ার মতো ভাষা ব্যবহার করেছিলেন।”

তিনি জোর দিয়ে বলেন, সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো দ্বন্দ্ব নেই। তবে রাজনৈতিক প্রশ্নে মতপার্থক্য থাকতেই পারে।

বর্তমান সরকারে ক্ষমতার ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। তার মতে, “সরকারের ভেতরে একাধিক কেন্দ্র কাজ করছে। সেনাবাহিনী, বিভিন্ন রাজনৈতিক শক্তি এবং উপদেষ্টাদের পেছনের গোষ্ঠীগুলোর কারণে ক্ষমতার একটি একক কেন্দ্র নেই।”

জাতীয় পার্টিকে (জাপা) সামনে রেখে একটি মহলের সক্রিয় হওয়ার বিষয়েও ইঙ্গিত দেন আসিফ। তিনি বলেন, “জাপাকে প্রধান বিরোধী দল হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। আওয়ামী লীগের পরিচ্ছন্ন ইমেজের কিছু নেতাকেও জাপার ব্যানারে নির্বাচনে আনার পরিকল্পনা রয়েছে।”

এছাড়া, স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচন না হওয়ায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ অবস্থার জন্য তিনি শুধু নিজেকে নয়, পুরো সরকারের সীমাবদ্ধতাকেই দায়ী করেন। তাঁর দাবি, সরকার নির্বাচনের জন্য প্রস্তুত থাকলেও বিএনপি ও তার মিত্র দলগুলোর অনাগ্রহের কারণেই স্থানীয় নির্বাচনগুলো পিছিয়ে যাচ্ছে।



  
  সর্বশেষ
"তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন এখন সময়ের দাবি"
নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, চাইলেন আইনি তদন্ত
বুয়েটে ‘কমপ্লিট শাটডাউন’ চলছে, আজ দেয়াললিখন কর্মসূচি
বিশ্বজুড়ে ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ক অবৈধ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com