অনলাইন ডেস্ক:
সাম্প্রতিক দিনগুলোতে যখন ইসরায়েল এবং ইরানের মধ্যে গোলাগুলি চলছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের বার্তা দিচ্ছেন। গত মঙ্গলবার ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ইরানের আকাশের ওপর পুরো এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে।
তিনি খামেনিকে সতর্ক করে দিয়ে বলেন, আমরা সঠিকভাবে জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি একজন সহজ টার্গেট কিন্তু সেখানে নিরাপদ। আমরা সেখান থেকে তাকে বের করে আনব না বা হত্যা করবো না, অন্তত আপাতত নয়।
তিনি ইরানকে সতর্ক করে বলেন, আমাদের ধৈর্য কমে আসছে। তিনি ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বানও জানান। কিন্তু তেহরানের ক্ষেত্রে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিভিন্ন ভাষার অ্যাকাউন্টে ধারাবাহিক পোস্টে খামেনি বলেছেন, ইরান ‘কখনও জায়নিস্টদের(ইহুদিবাদীদের) সাথে আপস করবে না।’
তিনি বলেন, আমরা জায়নিস্টদের (ইহুদিবাদীদের) কোনো দয়া দেখাব না। অন্য আরেকটি পোস্টে তিনি বলেছেন, যুদ্ধ শুরু। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘোষণা করেছেন আলীর (হায়দারের) নামে যুদ্ধ শুরু হলো।
হায়দার নামটি ইসলামের ইতিহাসে ইমাম আলীর একটি পরিচিত উপনাম। যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রকৃত উত্তরসূরি হিসেবে মানেন।