খুলনা ডেস্ক:
জি-৭ সম্মেলনের এক আনুষ্ঠানিক মুহূর্তে কানাডার কানানাসকিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় একটি বিশেষ উপহার—পর্তুগালের ৭ নম্বর জার্সি, যাতে স্বাক্ষর করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই জার্সির বুকে লেখা ছিল শান্তির আহ্বান: “প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পকে, শান্তির জন্য খেলছেন।”
জার্সিটি ট্রাম্পের হাতে তুলে দেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ও পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা। পরে কস্তা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছবি ও ভিডিও পোস্ট করে মুহূর্তটির বিস্তারিত জানান। তার ক্যাপশনে লেখা ছিল—“একটি দল হিসেবে, শান্তির জন্য খেলছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি।”
রোনালদোর দেওয়া এই বার্তার তাৎপর্য এসেছে এমন এক সময়, যখন মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনা বিবেচনায় নিচ্ছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ।
ঘটনার ভিডিও ক্লিপে দেখা যায়, কস্তা ট্রাম্পকে জার্সিটি তুলে দেওয়ার সময় বলেন, “এতে একটি বিশেষ বার্তা রয়েছে।” বার্তাটি পড়ার পর ট্রাম্প হাসিমুখে জবাব দেন, “ওহ, এটা ভালো লেগেছে। শান্তির জন্য খেলা।” এরপর তিনি জার্সিটি তুলে ধরে বলেন, “এটা দারুণ!”
এই মুহূর্তটি অনেকের কাছে প্রশংসনীয় হলেও, সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রোনালদোর প্রশংসা করলেও, অনেকে কটাক্ষ করে মন্তব্য করেছেন—এভাবে শান্তির কথা বলা একজন নেতাকে উৎসাহ দেওয়া, যিনি নিজেই নানা উত্তেজনার কেন্দ্রবিন্দু।