রবিবার, ডিসেম্বর ৮, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * শাহ আমানতে পৌনে এক কেজি সোনা নিয়ে অভিনেত্রীসহ আটক ২   * শহীদ-আহতদের ত্যাগের স্বীকৃতি দিতে অনেকেরই দ্বিধা: শিবির সভাপতি   * বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় জামায়াতের উদ্বেগ   * বাঁচামরার ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১৩৫   * স্বৈরাচারের একাল সেকাল, আতঙ্কে দ. কোরিয়ার জনগণ   * পাঁচদিনে এমারেল্ড অয়েলের দাম কমলো ৫১ কোটি টাকা   * ৯ দিন পর খুলল স্ট্যান্ডার্ড গ্রুপের একটি পোশাক কারখানা   * হয়রানিমূলক মামলা ও গ্রেফতার ঠেকাতে সজাগ পুলিশ: অতিরিক্ত কমিশনার   * শান্তি চুক্তি বাতিল করতে হবে: শাহজাহান চৌধুরী   * খুনি হাসিনার জন্য ভারতের রাজনীতিকরা মায়াকান্না করছে: রিজভী  

   আন্তর্জাতিক
ট্রাম্প প্রশাসনে মনোনীত ব্যক্তিদের বিরুদ্ধে বোমা হামলার হুমকি
  Date : 28-11-2024
Share Button

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা ও হোয়াইট হাউজ টিমের জন্য মনোনীত ব্যক্তিদের লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এফবিআই জানিয়েছে, তারা বোমা হামলার হুমকি এবং হয়রানি ঘটনার বিষয়ে অবগত।

গত মঙ্গলবার রাত ও বুধবার কমপক্ষে নয়জনকে এই ধরনের হয়রানিমূলক হুমকি দেওয়া হয়েছে। যাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তি।

তাদের প্রতি প্রতিরক্ষা, আবাসন, কৃষি এবং শ্রম বিভাগের নেতৃত্ব প্রদানের জন্য নির্বাচন করা হয়েছে।বাকিদের মধ্যে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীতরাও রয়েছেন। ওই দুই দিন কী হয়েছিল সেই ঘটনার তদন্ত করছে পুলিশ।

ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা নিজেরা তো হয়েছেনই সেইসঙ্গে পরিবারও সহিংস হামলার হুমকির শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের আমাদের জন্য উদাহরণ। তিনি প্রমাণ করেছেন যে, বিপজ্জনক হুমকি এবং সহিংসতা আমাদের দমাতে পারবে না।

তবে ক্যারোলাইন লেভিট বা এফবিআই কেউই কোনো ব্যক্তির নাম উল্লেখ করেনি। নিউইয়র্কের রিপাবলিকান এলিস স্টেফানিক জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ট্রাম্পের মনোনীত প্রার্থী হয়েছে। তিনিই প্রথম জানিয়েছিলেন ,যে তার পারিবারিক বাড়ি বোমা হামলার হুমকির লক্ষ্যবস্তু হয়েছে।

তার অফিস জানায়, ওয়াশিংটন ডিসি থেকে নিউইয়র্কে থ্যাঙ্কসগিভিং-এর জন্য যাওয়ার সময়, তার স্বামী এবং তিন বছরের ছেলের সঙ্গে গাড়িতে থাকা অবস্থায় তাকে হুমকি দেওয়া হয়। ডিফেন্স সেক্রেটারি হিসাবে মনোনীত পিট হেগসেথও পরে বলেন যে, তাকেও লক্ষ্য করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, একজন পুলিশ কর্মকর্তা গত বুধবার সকালে তার বাড়িতে এসে জানান যে, তারা একটি বিশ্বাসযোগ্য পাইপ বোমা হামলার হুমকি পেয়েছেন।

সে সময় বাড়িতে তার সাত সন্তান ঘুমাচ্ছিল। তিনি বলেন, আমি কখনোই ভয় পাব না বা দমে যাব না। কখনোই না। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন এবং সেটাই আমি করবো।

ডোনাল্ড ট্রাম্প নিজেও তার নির্বাচনী প্রচারণার সময় দুইবার হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন। তবে তিনি এরকম ভুয়া কল পাননি বলে মার্কিন গণমাধ্যমকে জানিয়েছে আইনপ্রয়োগকারী সংস্থাগুলো।

কিন্তু তিনিও সম্প্রতি হুমকির শিকার হয়েছেন বলে জানিয়েছেন অ্যারিজোনার কর্মকর্তারা। সেখানে এক ব্যক্তি প্রায় প্রতিদিন ভিডিও পোস্ট করে ট্রাম্প এবং তার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছিলেন। পরে সপ্তাহের শুরুতেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেন।

মার্কিন গণমাধ্যম অনুযায়ী, এই সপ্তাহে যারা লক্ষ্যবস্তু ছিলেন তারা কেউই মার্কিন সিক্রেট সার্ভিস দ্বারা সুরক্ষিত ছিলেন না।

ডোনাল্ড ট্রাম্প পরিবেশগত সুরক্ষা সংস্থার প্রশাসক হিসেবে মনোনীত করেছেন লি জেলডিনকে। তিনিও নিশ্চিত করেছেন যে তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। তিনি বলেন, একটি প্রো-প্যালেস্টাইন থিমযুক্ত বার্তাসহ একটি পাইপ বোমার হুমকি তার বাড়িতে পাঠানো হয়েছিল।

তিনি বলেন, আমার পরিবার ও আমি তখন বাড়িতে ছিলাম না। আমরা এখন নিরাপদে আছি। স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।

ট্রাম্পের কৃষি বিভাগের প্রধান হিসাবে মনোনীত ব্রুক রলিনস এক্স-এ পোস্ট করে টেক্সাসের ফোর্ট ওর্থের পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। কারণ তার পরিবারের প্রতি দেওয়া হুমকির বিষয়ে পুলিশ দ্রুত তদন্ত করেছে। তিনি বলেন, আমরা অক্ষত ছিলাম এবং দ্রুত বাড়ি ফিরে এসেছি।

ডোনাল্ড ট্রাম্পের আবাসন বিভাগের জন্য মনোনীত স্কট টার্নারও সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন যে তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রত্যেকেই প্রতিজ্ঞা করেছেন যে, এ ধরনের হুমকি তাদের দমাতে পারবে না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনাগুলোর বিষয়ে অবগত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ। ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা ও প্রেসিডেন্ট-ইলেক্টের দলের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মার্কিন কংগ্রেসের নিরাপত্তার দায়িত্বে থাকা ক্যাপিটল পুলিশ জানিয়েছে যে, তারা ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে হয়রানির বিষয়ে কাজ করছে। তবে অন্য কেউ যেন একই প্রক্রিয়া অনুকরণ করে হুমকি না দেয়, সেজন্য তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

মার্কিন অ্যাটর্নি জেনারেলের মনোনয়ন থেকে নাম প্রত্যাহার করে নেওয়া ফ্লোরিডার রিপাবলিকান ম্যাট গেটজকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। ফ্লোরিডার ওকালুসা কাউন্টির শেরিফের অফিস নিশ্চিত করেছে যে নাইসভেল শহরের একটি বাড়ির ঠিকানায় বোমার হুমকি দেওয়া হয়েছে।

এরপরেই তার বাড়ির ডাকবাক্সটি পরীক্ষা করা হয় এবং সেখানে কোনো ডিভাইস পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে যে, ওই এলাকা অনুসন্ধান করেও কিছু পাওয়া যায়নি।

নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের কমার্স সেক্রেটারি হিসাবে মনোনীত হাওয়ার্ড লুটনিকের নিউ ইয়র্কের বাড়িতেও হুমকি দেওয়া হয়েছে।

ম্যাট গেটজের পরিবর্তে ট্রাম্পের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন প্যাম বন্ডি। তাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। হোয়াইট হাউজের চিফ অব স্টাফ সুসি উইলসও এই তালিকায় আছেন। ফক্স নিউজ জানিয়েছে যে, সিআইএ পরিচালক হিসেবে ট্রাম্পের মনোনীত জন র‍্যাটক্লিফও হুমকির শিকার হয়েছেন।

সাম্প্রতিক সময়ে এ ধরনের ভুয়া কৌশল অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবহার করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলো পরিচালনাকারী বিচারক ও প্রসিকিউটরদেরকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। গত বছর বড়দিনের সময় যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের হয়রানি করা হয়েছিল। তাদের বেশিরভাগই রিপাবলিকান ছিলেন, তবে কিছু ডেমোক্র্যাটও লক্ষ্যবস্তু হয়েছে।



  
  সর্বশেষ
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে
সচিবের ফাঁদে দিশেহারা নিহতের পরিবার, বেরিয়ে আসছে-ক্ষমতার থলের বিড়াল
চেয়ারম্যান পালায়নের পর মেঘনা ব্যাংকে উজমা চৌধুরীর প্রশ্নবোধক আধিপত্য
শতকোটি টাকার মালিক রাজস্ব বোর্ডের ড্রাইভার আরজু

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com