অনলাইন ডেস্ক:
লিওনেল মেসি, জর্দি আলবা ও সার্জিও বুস্কেটসের সঙ্গে জুটি করতে চলতি বছরের শুরুতে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন লুইস সুয়ারেজ। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) সঙ্গে এক বছরের চুক্তি করেছিলেন উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
যেহেতু মিয়ামির ২০২৪ মৌসুম শেষ হয়ে গেছে, তাই সুয়ারেজের সঙ্গে চুক্তির মেয়াদও শেষ হওয়ার কথা। এরইমধ্যে উরুগুয়ে ফরোয়ার্ডের সঙ্গে নতুন করে আরও এক বছরের চুক্তি করলো মিয়ামি। এই চুক্তি অনুসারে ২০২৫ সালের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকবেন সুয়ারেজ।
মেসিদের সঙ্গে আরও এক বছর খেলার সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন সুয়ারেজ। তিনি বলেন, ‘আমি খুব খুশি। আরও এক বছর খেলা চালিয়ে যেতে এবং সমর্থকদের সঙ্গে এখানে থাকা উপভোগ করতে পারবো। তারা আমার কাছে পরিবারের মতো। আমরা তাদের (ভক্ত-সমর্থক) সঙ্গে সংশ্লিষ্টতা বোধ করছি। আশা করি পরবর্তী বছর আমরা তাদের আরও আনন্দ দিতে পারবো।’
মেসি, আলবা ও বুস্কেটসের সঙ্গে বার্সেলোনায় জুটি গড়ে খেলেছিলেন সুয়ারেজ। নতুন চুক্তির মধ্যে সুয়ারেজ জুটি গড়বেন আরেক বার্সা তারকা হ্যাভিয়ের ম্যাশ্চেরানোর সঙ্গে। তবে ম্যাশ্চেরানোর সঙ্গে সতীর্থ হিসেবে নয়, বস হিসেবে হবে সুয়ারেজের এই জুটি।
গত মঙ্গলবার সাবেক আর্জেন্টিনা ও বার্সা তারকা ম্যাশ্চেরানোকে নতুন কোচ নিয়োগ করে মিয়ামি। ব্যক্তিগত কারণ দেখিয়ে এর আগে জেরার্ডো টাটা মার্টিনো পদত্যাগ করলে নতুন এই পদক্ষেপ নেয় এমএলএসের ক্লাবটি।
মিয়ামির হয়ে এক মৌসুমে ৩০ ম্যাচে ২১ গোল করেন সুয়ারেজ। ৯টি অ্যাসিস্ট করেন ৩৭ বছর বয়সী এই তারকা।