শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * দেয়াল শিল্প তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন: অর্থ উপদেষ্টা   * বিচার বিভাগ সংস্কারে ৭ ডিসেম্বরের মধ্যে মতামত চেয়েছে কমিশন   * রাঙ্গামাটিতে সাফজয়ী তিন পাহাড়ি কন্যাকে সংবর্ধনা   * ১৫ বছর পর বান্দরবানে হলো নৌকাবাইচ প্রতিযোগিতা   * গর্ব করে বলেছিলেন, শেখ হাসিনা পালায় না: জোনায়েদ সাকি   * ১ ডিসেম্বর সেন্টমার্টিন যাচ্ছে দুটি পর্যটকবাহী জাহাজ   * জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী   * মারা গেছেন ‘লাল পাহাড়ির দেশে’র গীতিকবি   * আবারও হলিউডের সিনেমায় বাঙালি অভিনেত্রী   * রোনালদো গোল করার পরও হারলো আল নাসর  

   রাজনীতি
বৈষম্য থেকে মুক্তি পেতে দরকার শাসন ব্যবস্থার পরিবর্তন: বাসদ
  Date : 23-11-2024
Share Button

অনলাইন ডেস্ক:

রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৬তম বার্ষিকী ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেছে চট্টগ্রাম জেলা শাখা।

শুক্রবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পুরাতন বটতলী রেলস্টেশন চত্বরে সমাবেশ ও লাল পতাকা মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইনচার্জ আল কাদেরী জয়। বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরাম সদস্য ও ইজিবাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক শ্রমিক নেতা খালেকুজ্জামান লিপন, জেলা সদস্য স ম ইউনুচ, আহমদ জসীম, ইজিবাইক সংগ্রাম পরিষদে চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব মনির হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, বাসদ জেলা সদস্য মহিন উদ্দিন, নুরুল হুদা নিপু, শ্রমিক নেতা নুরুল ইসলাম মাস্টার, ফিরোজ আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১০৭ বছর আগে রাশিয়ার শ্রমিকশ্রেণি সর্বহারা বিপ্লবের মাধ্যমে নির্মাণ করে প্রথম মেহনতি মানুষের রাষ্ট্র। ব্যক্তি মালিকানার সমাজ পাল্টিয়ে আমাদের নির্মাণ করতে হবে সামাজিক মালিকানার মানবিক বিশ্ব। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ প্রতিষ্ঠালগ্ন থেকেই ঘোষণা করে শ্রেণিবিভক্ত সমাজে শোষণের উচ্ছেদ ছাড়া বৈষম্য নিরসন ও মানুষের মুক্তি সম্ভব নয়।

বক্তারা আরেও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের জনগণ পরাজিত করেছিল, কিন্তু সচেতন নেতৃত্বের অভাবে শোষিতশ্রেণি বিজয় ধরে রাখতে পারেনি। ক্ষমতায় এসেছে বুর্জোয়াশ্রেণি ও তার সহযোগীরা। এরা দুর্নীতি ও লুটপাট করে দেশের সম্পদ পাচার করেছে, মেগা প্রকল্পের নামে বিদেশি ঋণের জালে দেশকে বেঁধে ফেলেছে, নিবর্তনমূলক কালো আইনে জনগণের কণ্ঠ রুদ্ধ করেছে। ব্যবসায়ী তোষণ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযন্ত্রণা বাড়িয়েছে। ন্যায্য মজুরি থেকে শ্রমিক এবং ফসলের ন্যায্যমূল্য থেকে কৃষককে বঞ্চিত করেছে। নির্বাচনকে ভোট ডাকাতি ও টাকার খেলায় পর্যবসিত করেছে আর সংসদকে বানিয়েছে ব্যবসায়ীদের বিনোদন ও ব্যবসার ভাগ বাটোয়ারার প্রতিষ্ঠানে।

বাসদ নেতারা আরও বলেন, শ্রমিক-কৃষক দেশে সম্পদ তৈরি করে, প্রবাসীরা কষ্ট করে বৈদেশিক মুদ্রা পাঠায় আর শোষকশ্রেণি লুটপাট করে বিদেশে অর্থ পাচার করে। গত ৫২ বছরে বুর্জোয়াদের শাসনে এই লুণ্ঠন তীব্র থেকে তীব্রতর হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনার সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে চাই বাম বিকল্প শক্তি।

সমাবেশের আগে ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স ও নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য কমানোসহ বিভিন্ন দাবি নিয়ে মিছিল বের হয়।



  
  সর্বশেষ
ডিএসসিসি’র বর্জ্র্যে থামেনি জুলুমবাজি, অধ্বতনদের হতাশা ও ক্ষোভ চরমে
সচিবের ফাঁদে দিশেহারা নিহতের পরিবার, বেরিয়ে আসছে-ক্ষমতার থলের বিড়াল
চেয়ারম্যান পালায়নের পর মেঘনা ব্যাংকে উজমা চৌধুরীর প্রশ্নবোধক আধিপত্য
শতকোটি টাকার মালিক রাজস্ব বোর্ডের ড্রাইভার আরজু

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com