শনিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ঢাকা পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল   * ৬০-৮০ কিলোমিটার বেগে ঝোড়ো বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে   * সাগরে গভীর নিম্নচাপ, সারদেশে ভারী বৃষ্টির আভাস   * শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু, নিহত বেড়ে ৫   * প্রশাসনে স্থবিরতা আছে, বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি   * শহীদ রফিক সেতুর টোল প্লাজায় ভাঙচুর-অগ্নিসংযোগ   * শিক্ষার্থীদের অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট   * ছাত্র হত্যা: ফেনী থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার   * শুক্রবার সারাদেশে ভারী থেকে অতিভারী বর্ষণের আভাস   * মানবতাবিরোধী অপরাধে জেল খাটা পেরুর সাবেক প্রেসিডেন্টের মৃত্যু  

   সারাবাংলা
মানবপাচার চক্রের সদস্যদের বিচার দাবিতে মানববন্ধন
  Date : 03-09-2024
Share Button

অনলাইন ডেস্ক:

মাদারীপুরে মানবপাচার চক্রের সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী অর্ধশত পরিবার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের দেলোয়ার সরদার ও এমদাদ ফকির দীর্ঘদিন ধরে গ্রামের যুবকদের ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে নেওয়ার লোভ দেখান। লোভে পড়ে অর্ধশত যুবকের পরিবার লাখ লাখ টাকা তুলে দেয় ওই দুজনের হাতে। পরে ইতালির উদ্দেশ্যে যুবকরা যাত্রা করলে মাঝপথে লিবিয়ায় তাদের বন্দি করে দালাল চক্র। এরপর পরিবারের কাছ থেকে আদায় করা হয় মুক্তিপণের টাকা।

এ ঘটনায় চক্রের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও গ্রামবাসীরা। তারা বিচারের দাবিতে মাদারীপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের কামাল খানের ছেলে সুমন খান, গোলাম ফারুক খানের ছেলে শাহ আলম খান, জামিল হোসেনের ছেলে জোবায়ের হোসেন, মোস্তফা মৃধার ছেলে শাহীন মৃধা, দুলাল মোল্লার ছেলে আরমান মোল্লা, সামসু সরদারের ছেলে হৃদয় সরদারসহ অর্ধশত যুবক মানবপাচার চক্রের ফাঁদে পড়ে নানাভাবে প্রতারণার শিকার হয়েছেন।

তারা জানান, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের রশিদ সরদারের ছেলে দেলোয়ার সরদার, মজিব ফকিরের ছেলে এমদাদ ফকির, রহিম ফকিরের ছেলে হাবিব ফকির, দেলোয়ার সরদারের স্ত্রী আরজু বেগম, রতন বয়াতীর স্ত্রী হোসনে আরাসহ অনেকে মানবপাচারে জড়িত।

ইতালিতে দালালদের মাধ্যমে অবৈধভাবে যাওয়ার সময় নিখোঁজ আরমান মোল্লার মা রেবা বেগম বলেন, আমার একমাত্র সন্তানকে ফেরত চাই। দালালরা এক বছর আগে ছেলেকে ইতালি নেওয়ার কথা বলে নিয়ে গেছে। কিন্তু ইতালি যেতে পারেনি। বর্তমানে কোথায় আছে, কার কাছে বেচে দিয়েছে, কিছুই জানি না। আমি দালালদের শাস্তি চাই।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, মানবপাচার চক্রের সদস্যদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে। এছাড়া অবৈধভাবে কোনো যুবক, যাতে বিদেশে না যান সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতেও বলা হয়েছে।



  
  সর্বশেষ
বিআরটিএ’র সর্বাঙ্গে ব্যথা মলম দিবে কোথায়- কোটা জালিয়াতির কর্মচারীরা এখনো বহাল তবিয়্যতে
রক্ষকবেশী ভক্ষণকারীদের লালসার নাটক এপ্রিলের ধারাবাহিক অগ্নিকান্ড
জামাই-বউয়ের পুকুর ডাকাতিতে ন্যুজ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
এশিয়ার সর্ববৃহৎ ব্যাংক কেলেঙ্কারির নায়ক এস. আলম

প্রধান সম্পাদক: এনায়েত ফেরদৌস , অনলাইন সম্পাদক (ভারপ্রাপ্ত ) কামরুজ্জামান মিল্টন |
নির্বাহী সম্পাদক: এস এম আবুল হাসান
সম্পাদক জাকির হোসেন কর্তৃক ২ আরকে মিশন রোড ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত ও বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ২/২, ইডেন কমপ্লেক্স (৪র্থ তলা) সার্কুলার রোড, ঢাকা ১০০০। ফোন: ০১৭২৭২০৮১৩৮, ০১৪০২০৩৮১৮৭ , ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:bortomandin@gmail.com