যশোরের শার্শার জামতলা এলাকা থেকে ১কেজি১শ৬৩ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ জাফর ও নয়ন নামে ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক জাহেদ আলী নড়াইল বাহির গ্রামের জাহেদ আলীর পুত্র ও নয়ন আলী চুয়াডাঙ্গা দর্শনা দুতপাতি গ্রামের বিল্লাল হোসেনের পুত্র। আটক সোনার মুল্য ৬কোটি ৫২লাখ টাকা বলে জানান বিজিবি কর্মকর্তা।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল তানভির রহমান জানান.সীমান্ত দিয়ে ভারতে স্বর্নের চালান পাচার হচ্ছে জানতে পারেন বিজিবি। বৃহস্পতিবার সকালে শার্শার জামতলা এলাকায় চৌকস বিজিবিদল অভিযান চালায়। এসময় একটি প্রাইভেটকারসহ দুই পাচারকারীকে আটক করা হয়। পরে গন মাধ্যম কর্মিদের উপস্তিতিতে প্রাইভেট কারের মধ্যে বিশেষ কায়দায় রাখা কসটেপে মোড়ানো লোকানো স্বর্ন উদ্ধার করা হয়। জব্দ করা হয় প্রাইভেট কারটি।
প্রাইভেট কারের ষ্টারিংয়ের সামনে মিটার বক্সের মধ্য৷ অভিনব কায়দায় লুকানো অবস্থায় স্বর্নের চালানটি উদ্ধার করা হয়। আটক করা সোনা ও পাচারের সাথে জড়িত দুইজনকে শার্শা থানায় সোপর্দ করা হয়। সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে প্রায়৮৩ কেজি স্বর্ণ উদ্ধার করেছে খুলনা ২১ বিজিবি সদস্যরা। এসময় ২৮জনকে আটক করা হয়। পাচার রোধে বিজিবি সজাগ রয়েছে বলে জানান সিও তানভির রহমান।